
ম্যাচ কমিশনারকে ধাক্কা মারার অভিযোগে ঘরোয়া ফুটবলে ৬ মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বসুন্ধরা কিংসের সাদ উদ্দিন। তবে এবার সুখবর পেয়েছেন জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই ডিফেন্ডার। শাস্তি কমেছে তার। ৬ মাসের নিষেধাজ্ঞার পরিবর্তে ৪ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন এই ডিফেন্ডার।
গতকাল সোমবার (১৯ মে) বাফুফের শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বসুন্ধরা কিংসের জার্সিতে চার ম্যাচে খেলতে পারবেন না সাদ। তবে এই সময়ে জাতীয় দলের জন্য বিবেচিত হবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়।
গত ২ মে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে আবাহনীর বিপক্ষে লাল কার্ড দেখেন সাদ। লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর ডাগআউটে ম্যাচ কমিশনারকে ধাক্কা মারেন তিনি। এরপর গত ১৪ মে বাফুফের শৃঙ্খলা কমিটির সভায় তাকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়।
আরও পড়ুন :
» বিমান অবতরণে বাধা, অবশেষে ঢাকায় ফিরল বাংলাদেশ দল
» এক সেঞ্চুরিতে প্রোটিয়াদের বিপক্ষে বড় সংগ্রহের পথে বাংলাদেশ
তবে কমিটির ভুল সিদ্ধান্তে শুরুতে বড় শাস্তি পেয়েছিলেন সাদ। বাফুফের সূত্রমতে, ম্যাচ কমিশনারকে ধাক্কা দেওয়ার ঘটনা শুরুতে শৃঙ্খলা বিধির ৪৫(১) (বি) ধারার আওতায় শাস্তি পেয়েছিলেন সাদ। যে কারণে ৬ মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি।
তবে ম্যাচ কমিশনারকে সাদের ধাক্কা মারার ঘটনাটি ৪৫(১) (বি) নয়, বরং এটি ৪৫ (১) (এ) ধারার অধীনে পড়ে। আর এই ধারায় ধারায় শাস্তি হিসেবে সর্বনিম্ন ৪ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন একজন ফুটবলার। যে কারণে সাদের শাস্তি কমিয়ে ৬ মাস থেকে ৪ ম্যাচ করা হয়েছে।
তবে ঘরোয়া ফুটবলের নিষেধাজ্ঞার প্রভাব জাতীয় দলেও পড়তে পারে। তাই সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুনের ম্যাচের জন্য তাকে জাতীয় দলে রাখা হবে কি না সেটা এখনো অনিশ্চিত।
ক্রিফোস্পোর্টস/২০মে২৫/বিটি
