Connect with us
ক্রিকেট

সাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা, বলছে বিসিবি

National team door open for Shakib, says BCB
সাকিব আল হাসান। ছবি- এএফপি

গত বছরের সেপ্টেম্বরে ভারত সিরিজের পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। মাঝে বোলিং নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। তবে গত মে মাসে পিএসএল দিয়ে পুনরায় বাইশ গজে ফিরেছেন এই তারকা অলরাউন্ডার। এরপর থেকেই তার জাতীয় দলে ফেরার বিষয়টি আলোচনায় উঠে এসেছে।

চলমান গ্লোবার সুপার লিগ (জিএসএল) ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন সাকিব। দুবাইয়ের জার্সিতে অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করে আবারও আলোচনায় উঠে এসেছেন তিনি। নতুন করে তার জাতীয় দলে ফেরা নিয়েও গুঞ্জন উঠেছে।

এই গুঞ্জনের মাঝেই বিসিবি বলছে, সাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা রয়েছে। নির্বাচক ও টিম ম্যানেজমেন্টে চাইলেই তাকে জাতীয় দলে ডাকতে পারবেন। শনিবার (১২ জুলাই) গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।




আরও পড়ুন:

» ১৪.২ ওভারে ২৪৪ রান ছুঁয়ে ইতিহাস গড়ল বুলগেরিয়া

» ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল যে ১৫ দল


মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিঠু বলেন, ‘বাংলাদেশের সেরা ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো দ্বিতীয় অপশন নেই। তার জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা। তার দলে ফেরা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে। তারা এটা নিয়ে চিন্তা করছে।’

তিনি আরও বলেন, ‘দল নির্বাচনের পুরো দায়িত্ব ক্রিকেট অপারেশনস, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ওপর দিয়েছেন বিসিবি সভাপতি। সাকিবের ব্যাপারটা তাদেরও নজরে এসেছে। তারা অবশ্যই এই ব্যাপারটি দেখবেন।’

চলমান জিএসএলে দুবাই ক্যাপিটালসের হয়ে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে জেতান সাকিব। ব্যাট হাতে ৩৭ বলে ৫৮ এবং বল হাতে ৪ ওভারে ১৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। ৩৮ বছর বয়সী এই তারকা অলরাউন্ডারের এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর জাতীয় দলে ফেরার বিষয়টি নতুন করে আলোচনায় উঠে আসে। গুঞ্জন রয়েছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় দলে ফিরতে পারেন সাবেক টাইগার অধিনায়ক।

প্রসঙ্গত, সাকিব ইতোমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরে গেছেন। তবে দেশের স্বার্থে টি-টোয়েন্টিতে অবসর ভেঙে পুনরায় জাতীয় দলে ফিরবেন কি না, এখন সেটাই দেখার বিষয়। তবে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপরই তার দলে ফেরার বিষয়টা নির্ভর করছে।

ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট