জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হবে ৯ জানুয়ারি থেকে। আগের ঘোষণা অনুযায়ী খেলা শুরুর তারিখ ছিল ডিসেম্বরের শেষ সপ্তাহে কিন্তু প্র্যাকটিস ভেন্যুর সীমাবদ্ধতার কারণে আর একই স্থানে আন্তর্জাতিক ব্যাডমিন্টন আয়োজনের কারণে সূচি বদলাতে হয়েছে আয়োজকদের। তাই এবার নতুন করে সূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
নতুন তারিখ অনুযায়ী প্রতিযোগিতা শুরু হবে বালক–বালিকাদের অনূর্ধ্ব–৯, ১১, ১৩, ১৫ এবং ১৭ সিঙ্গেলস র্যাংকিং দিয়ে। প্রথম দুই দিন কেবলই এই বয়সভিত্তিক সিঙ্গেলস ইভেন্ট চলবে। অনূর্ধ্ব–১৯ এর নিচে জাতীয় র্যাংকিং নেই, তাই এটিই জুনিয়রদের প্রথম বড় মঞ্চ। প্রথমবারের মতো বড় মঞ্চে নিজেদের ঝালিয়ে নিতে পারবে টেনিস প্রতিযোগিতায় অংশ নেওয়া যুবারা।
এরপর ১১ থেকে ১৮ জানুয়ারি আট দিন ধরে হবে আসরের মূল পর্বের লড়াই। অনূর্ধ্ব–১৯ ও সিনিয়র দুই ক্যাটাগরিতেই মোট ১৪টি ইভেন্ট রয়েছে। সিনিয়রদের সাতটি ইভেন্টে পুরুষ দলগত, পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা দলগত, মহিলা একক, মহিলা দ্বৈত এবং মিশ্র দ্বৈত অন্তর্ভুক্ত। একই সংখ্যক ইভেন্ট থাকবে অনূর্ধ্ব–১৯ বালক–বালিকাদের জন্য: বালক একক, বালক দ্বৈত, বালক দলগত, বালিকা একক, বালিকা দ্বৈত, বালিকা দলগত এবং মিশ্র দ্বৈত রয়েছে।
তবে একটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত হলো বালক বিভাগের র্যাংকিংয়ে শীর্ষ আটজন সিনিয়র পুরুষ বিভাগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে। বালিকাদের ক্ষেত্রে কোনো সীমা রাখেনি ফেডারেশন। বয়স নির্বিশেষে ইচ্ছা থাকলেই খেলতে পারবে সিনিয়র বিভাগে।
এবারের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়, আর বিভিন্ন সার্ভিসেস দল বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, আনসার–ভিডিপি, বর্ডার গার্ড বাংলাদেশ, বিকেএসপি, রেলওয়ে, কাস্টমসসহ সরকারি–আধাসরকারি প্রতিষ্ঠান। অংশগ্রহণকারী সংস্থার কর্মকর্তা–কর্মীরা পাবেন যাতায়াত ভাতা ও ফেডারেশন নির্ধারিত দৈনিক ভাতা।
সব মিলিয়ে নতুন সূচি নিয়ে টেবিল টেনিস ফেডারেশন প্রস্তুতি চূড়ান্ত করছে জানুয়ারি মাসে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই ইনডোর স্টেডিয়ামে জমে উঠবে দেশের সবচেয়ে বড় টিটি আসর।
ক্রিফোস্পোর্টস/৮ডিসেম্বর২৫/টিএ