Connect with us
ক্রিকেট

জাতীয় ক্রিকেট লিগ ২০২৫-২৬ : একনজরে ৮ দলের স্কোয়াড

National Cricket League kicks off tomorrow — a look at the squads of all 8 teams.
এনসিএলের ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়ন সিলেট বিভাগ। ছবি- বিসিবি

ক’দিন আগেই শেষ হয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির আসর। গতবছর প্রথমবার মাঠে গড়িয়ে চলতি বছর অনুষ্ঠিত হয়েছে টি-টোয়েন্টি সংস্করণের দ্বিতীয় আসর। তবে এবার মাঠে গড়াচ্ছে এনসিএলের লাল বলের টুর্নামেন্ট। দেশের ক্রিকেটে সবচেয়ে পুরনো এই প্রথম শ্রেণির টুর্নামেন্ট ২০২৫-২৬ মৌসুম শুরু হতে যাচ্ছে।

আগামীকাল শনিবার (২৫ অক্টোবর) টুর্নামেন্টের ২৭তম আসর মাঠে গড়াবে। এবারের আসরেও মোট ৮টি দল অংশ নেবে। তব সবশেষ আসরের দল থেকে বাদ পড়েছে ঢাকা মেট্রো। তাদের জায়গায় এবার যুক্ত হয়েছে ময়মনসিংহ বিভাগ।

এবারের আসরের দলগুলো হলো— ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, রংপুর বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ ও রাজশাহী বিভাগ। ঢাকা বিভাগে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, আর সহ-অধিনায়ক রনি তালুকদার। চট্টগ্রাম বিভাগের অধিনায়ক শাহাদাত হোসেন দীপু, সহ-অধিনায়ক ইরফান শুক্কুর। রংপুর বিভাগের অধিনায়ক আকবর আলী এবং সহ-অধিনায়ক তানভির হায়দার খান।



এছাড়া খুলনা বিভাগের অধিনায়ক মোহাম্মদ মিঠুন এবং সহ-অধিনায়ক জিয়াউর রহমান, ময়মনসিংহ বিভাগের অধিনায়ক শুভাগত হোম, বরিশাল বিভাগের অধিনায়ক তানভীর ইসলাম এবং সহ-অধিনায়ক ইফতেখার হোসেন, সিলেটের অধিনায়ক জাকির হাসান এবং সহ-অধিনায়ক অমিত হাসান, রাজশাহী বিভাগের অধিনায়ক সাব্বির হোসেন।

একনজরে ৮ দলের স্কোয়াড :

ঢাকা বিভাগ

মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), সাদমান ইসলাম, রনি তালুকদার, জিশান আলম, আনিসুল ইসলাম ইমন, মার্শাল আয়ুব, তৈবুর রহমান, আশিকুর রহমান শিবলি, রায়হান রাফসান, নাজমুল ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি, রিপন মণ্ডল, সুমন খান, সালাউদ্দিন সাকিল ও এনামুল হক।

স্ট্যান্ডবাই: তৌফিক আহমেদ, আশরাফুল ইসলাম, আহরার আমিন, মেহেদী হাসান সোহাগ ও রুবেল মিয়া।

চট্টগ্রাম বিভাগ

শাহাদাত হোসেন দিপু (অধিনায়ক), সাদিকুর রহমান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, সাজ্জাদুল হক, ইয়াসির আলী, ইরফান শুক্কুর, নাঈম হাসান, হাসান মুরাদ, আশরাফুল আলম রোহান, ইফরান হোসেন, জসিম উদ্দিন, মেহেদি হাসান, ফাহাদ হোসেন ও এনামুল হক।

স্ট্যান্ডবাই: আহমেদ শরিফ, মো. রুবেল, ওমর হাসান, শামিম মিয়া ও জিল্লুর রহমান।

রিজার্ভ: সাব্বির হোসেন, কফিল উদ্দিন, ইফতেখার সাজ্জাদ, শাহ পরান ও সাইফউদ্দিন।

সিলেট বিভাগ

জাকির হাসান (অধিনায়ক), মুবিন আহমেদ, মিজানুর রহমান, অমিত হাসান, শৈকত আলী, মুশফিকুর রহিম, আসাদুল্লাহ আল গালিব, সাহানুর রহমান, তোফায়েল আহমেদ, রেজাউর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী, নাবিল সামাদ ও নাঈম হোসেন সাকিব।

স্ট্যান্ডবাই: জাকের আলী অনিক, তাওহিদুল ইসলাম, তানজিম সাকিব, নাসুম আহমেদ ও অনুপ কান্তি।

রিজার্ভ: রিহাদ হাসান, মাজহারুল হক, রাহাতুল ফেরদৌস, তালুকদার অর্ক ও আল ফাহাদ।

রংপুর বিভাগ

আকবর আলী (অধিনায়ক), আবদুল্লাহ আল মামুন, মিম মোসাদ্দেক, জাহিদ জাভেদ, নাঈম ইসলাম, তানভির হায়দার, নাসির হোসেন, আলাউদ্দিন বাবু, রবিউল হক, নবিন ইসলাম, মেহেদী হাসান, আবু হাসিম, নজরুল ইসলাম মুন্না, ইকবাল হাসান, শেখ ইমতিয়াজ শিহাব।

স্ট্যান্ডবাই: মকিদুল ইসলাম, অনিক সরকার, আবদুল গাফফার, ‍মুশফিক হাসান, স্বাধীন ইসলাম, হাসিবুল হোসেন ও পারভেজ হাসান।

রিজার্ভ: লিটন দাস, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

খুলনা বিভাগ

মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, অমিত মজুমদার, ইমরানুজ্জামান, পারভেজ জীবন, টিপু সুলতান, সফর আলী, মেহেদী হাসান রানা, আবদুল হালিম, শাহরিয়ার সাকিব ও ইয়াসীন মুন্তাসির।

স্ট্যান্ডবাই: অভিষেক দাস, আওলাদ হোসেন জীবন, আরিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী ও মাসুম খান।

বরিশাল বিভাগ

তানভীর ইসলাম (অধিনায়ক), আদিল বিন সিদ্দিক, ইফতেখার হোসেন ইফতি, ফজলে মাহমুদ, সালমান হোসেন, তাসামুল হক, শামসুর রহমান, মইন খান, জাহিদুজ্জামান, রুয়েল মিয়া, মিশু, মোজাম্মেল হাসান, তাওহিদুল ইসলাম, শামসুল ইসলাম ও অভি আহমেদ।

স্ট্যান্ডবাই: সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, ইসলামুল আহসান ও মো. আবদুল্লাহ।

ময়মনসিং বিভাগ

শুভাগত হোম (অধিনায়ক), নাঈম শেখ, আবদুল মজিদ, মাহফিজুল ইসলাম, আইচ মোল্লা, আরিফুল ইসলাম, আল আমিন হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ তাজিবুল, রাকিবুল হাসান, আরিফ আহমেদ, আবু হায়দার রনি, মারুফ মৃধা, শহিদুল ইসলাম, আসাদুল্লাহ গালিব।

স্ট্যান্ডবাই: শাকিল হোসেন, খালিদ হাসান, ফাহিম হাসান, মোসাদ্দেক হোসেন।

রাজশাহী বিভাগ

সাব্বির হোসেন (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, ইমন আলী, সাব্বির রহমান রুমন, এসএম মেহরব, প্রিতম কুমার, রহিম আহমেদ, শাকিল হোসেন শুভ্র, তাইজুল ইসলাম, নিহাদুজ্জামান, সানজামুল ইসলাম, মোহাম্মদ ওয়ালিদ, শফিকুল ইসলাম, সুজন হাওলাদার ও আসাদুজ্জামান পায়েল।

স্ট্যান্ডবাই: মোহর শেখ, মাইশুকুর রহমান, নাহিদ রানা, রায়হান আলী, সাকিব শাহরিয়ার, মিজানুর রহমান ও ওয়াসি সিদ্দিকী।

রিজার্ভ: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়।

ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট