
বাংলাদেশের ব্যাডমিন্টন ইতিহাসে প্রথমবারের মতো ১০ লাখ টাকা প্রাইজমানির জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে সোমবার। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই সিনিয়র টুর্নামেন্টে ১৬ বছরের কম বয়সী কোনো শাটলার অংশ নিতে পারবেন না।
ছয় দিনব্যাপী এই আসরে দেশের ৬৩টি জেলা, ১০টি বিশ্ববিদ্যালয় ও সংস্থা এবং ৩টি শিক্ষাবোর্ডের মোট ৪৫৭ জন শাটলার অংশ নেবেন। এদের মধ্যে ৩৭৭ জন পুরুষ এবং ৮০ জন নারী শাটলার রয়েছেন।
ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন এই বিষয়ে বলেন, শাটলারদের অনুপ্রাণিত করতেই এত বড় অঙ্কের প্রাইজমানি রাখা হয়েছে। এটি বাংলাদেশের ব্যাডমিন্টনের ঘরোয়া কোনো আসরে সর্বোচ্চ প্রাইজমানির টুর্নামেন্ট।
আরও পড়ুন:
» বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের দাম ও প্রাপ্তিস্থান প্রকাশ
» পৃথিবীর বিরল এক রেকর্ড হাতছানি দিচ্ছে পিএসজিকে
সোমবার বিকেল সাড়ে ৫টায় এই আসরের উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও খালেদ মাসুদ পাইলট, এবং সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম ও সানোয়ার হোসেন সহ আরও অনেকেই উপস্থিত থাকবেন। এই আয়োজন দেশের ব্যাডমিন্টন অঙ্গনে নতুন উদ্দীপনা আনবে বলে আশা করা হচ্ছে।
ক্রিফোস্পোর্টস/১৩জুলাই২৫/এসএইচএ
