
এবারের এশিয়া কাপে প্রথম দুই ম্যাচে জায়গা হয়নি নাসুম আহমেদের। তবে তৃতীয় ও বাঁচা-মরার ম্যাচে সুযোগ পেয়ে দেখালেন ঝলমলে পারফরম্যান্স, হয়ে উঠলেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের নায়ক।
আসরের তৃতীয় ম্যাচে একাদশে সুযোগ পেয়ে দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই আফগানদের চাপে রাখেন নাসুম। মাঝারি সংগ্রহ গড়ে বাংলাদেশ দাঁড় করায় ১৫৪ রানের পুঁজি। সেই লক্ষ্য রক্ষায় প্রথম ওভারেই অধিনায়ক ভরসা রাখেন নাসুমের ওপর। প্রত্যাশার প্রতিদান দেন বাঁহাতি এই স্পিনার। ইনিংসের প্রথম বলেই তুলে নেন আফগান ওপেনার সেদিকুল্লাহ অতলের উইকেট, সেই সঙ্গে করেন মেডেন ওভার। শুরুতেই এমন ধাক্কা ম্যাচের গতিপথ পাল্টে দেয়।
শেষ দিকে উইকেট না পেলেও ১৮তম ওভারে মাত্র ৪ রান দিয়ে আফগানদের ওপর চাপ আরও বাড়িয়ে দেন তিনি। তার এমন আগ্রাসী বোলিংয়ে রশিদ খানের দল রান তোলার গতি বাড়াতে পারেনি।
৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট শিকার করেন নাসুম আহমেদ এবং জিতে নেন ম্যাচসেরার পুরস্কার।
পুরস্কার হাতে নিয়ে নাসুম বলেন,
নতুন বলে বোলিং করতে ভালো লাগে। আজকে যখন অধিনায়ক আমাকে প্রথম ওভার দিলেন, তখনই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, প্রথম বলেই উইকেটটা পেয়েছি,অনেক ভালো লেগেছে।
ক্রিফোস্পোর্টস/১৭সেপ্টেম্বর২৫/এনজি
