
সদ্য আফগানিস্তানকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ওই সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেন নাসুম আহমেদ। ওয়ানডে সিরিজের দলে না থাকায় ফিরে এসেছেন দেশে। তবে দেশে ফিরে বিশ্রামে যাননি তিনি। রংপুর বিভাগের হয়ে এনসিএল টি-টোয়েন্টিতে খেলতে নেমেই দেখিয়েছেন ঝলক।
আজ (বৃহস্পতিবার) এনসিএল টি-টোয়েন্টির এলিমিনেটরের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নেমে বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন নাসুম। পরবর্তীতে ব্যাট হাতে লোয়ার অর্ডারে অধিনায়ক আকবর আলীকে সঙ্গ দিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই স্পিন অলরাউন্ডার। এই দুইয়ের কল্যাণে ঢাকাকে ১ উইকেটে হারিয়ে ফাইনালের দৌড়ে টিকে রইলো রংপুর।

ব্যাট হাতে দলকে জিতিয়ে ম্যাচসেরা আকবর আলী। ছবি- বিসিবি
এদিন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১২৩ রানে গুটিয়ে যায় ঢাকা। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন। ৩৬ বলে ২ চার ও ৬ ছক্কার মারে ইনিংসটি সাজান এই অলরাউন্ডার।
তবে ঢাকার বাকি ব্যাটাররা এদিন সুবিধা করতে পারেননি। টপ অর্ডারে আশিকুর রহমান শিবলি (৩), জিসান আলম (১০), রায়ান রহমান (১১) ব্যর্থ হয়েছে। চারে নেমে ডাক মেরে ফেরেন আরিফুল ইসলাম। ঢাকার অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কনও সুবিধা করতে পারেননি। ২০ বলে ১০ রানের ধীরগতির ইনিংস খেলেন এই ব্যাটার। এছাড়া শুভাগত হোমের ব্যাট থেকে আসে ১৫ রান।
রংপুরের পক্ষে বল হাতে ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন নাসুম আহমেদ। সমান ২টি করে উইকেট শিকার করেছেন নাসির হোসেন, আবু হাসিম ও আলাউদ্দিন বাবু। এছাড়া একটি করে উইকেট নেন সাকলাইন ও আব্দুল্লাহ আল মামুন।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৫২ রানেই ৬ উইকেট হারায় রংপুর। দলটির টপ অর্ডার ও মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়। পরবর্তীতে নাসুমকে নিয়ে ম্যাচের হাল ধরেন আকবর আলীম। সপ্তম উইকেটে ৪১ বলে ৬২ রানের জুটি গড়ে জয়ের পথ তৈরি করেন তারা। শেষদিকে নাসুম ও আকবর ফিরে গেলেও শেষ ওভারে ১০ রান নিয়ে জয় নিশ্চিত করে রংপুর।
এই শ্বাসরুদ্ধকর জয়ের পর ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আকবর আলী। ২৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৪ রান করেন তিনি। তাকে লড়াকু সঙ্গ দেওয়া নাসুম করেন ২৩ বলে ২৬ রান। ঢাকার পক্ষে ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন মাহফুজুর রহমান রাব্বি। এছাড়া ২টি করে উইকেট নেন নাজমুল ইসলাম, রিপন মন্ডল ও রায়ান রহমান।
সংক্ষিপ্ত স্কোর :
ঢাকা : ১২৩/১০ (২০ ওভার)
রংপুর : ১২৬/৯ (১৯.৫ ওভার)
ফলাফল : রংপুর ১ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৫/বিটি
