
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি ভারতকে সরাসরি বলেছেন অধিনায়ক ও খেলোয়াড় পাঠিয়ে দুবাই থেকে এশিয়া কাপের ট্রফি নিয়ে যেতে।
ভারতের সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, এসিসির সদর দপ্তর দুবাইয়ে অনুষ্ঠানের আয়োজন করে ট্রফি বুঝিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন নাকভি। করাচিতে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, “বিসিসিআইয়ের সঙ্গে কয়েক দফা চিঠি আদান-প্রদান হয়েছে। আমরা জানিয়েছি, ১০ নভেম্বর দুবাইয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব, কয়েকজন খেলোয়াড় এবং বিসিসিআই কর্মকর্তা রাজীব শুক্লার হাতে ট্রফি তুলে দিতে আমরা প্রস্তুত।”
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো ট্রফি হাতে না পাওয়ার বিষয়টি নিয়ে আইসিসি ও এসিসির বৈঠকে অভিযোগ তুলতে পারে। এই বৈঠক অনুষ্ঠিত হবে ৪ থেকে ৭ নভেম্বর দুবাইয়ে।
ভারতের গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’, ‘এনডিটিভি’ এবং বার্তা সংস্থা ‘পিটিআই’ জানিয়েছে, বিসিসিআই ইতোমধ্যে নাকভিকে ই-মেইলে সতর্ক করেছে। চিঠিতে বলা হয়েছে, ভারতীয় দলকে ট্রফি না দিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। এ নিয়ে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, “আমরা নাকভিকে ট্রফি হস্তান্তরের অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছি। কিন্তু এখন বিষয়টি আনুষ্ঠানিক বিরোধে পরিণত হয়েছে। যদি কোনো উত্তর না আসে, তাহলে বিষয়টি আইসিসিতে তোলা হবে।”
এই অভিযোগের পর এসিসির পক্ষ থেকে বিসিসিআইকে একটি চিঠি পাঠান নাকভি। চিঠিতে তিনি ভারতকে এশিয়া কাপ জয়ের অভিনন্দন জানান এবং রাজনৈতিক বিষয় থেকে দূরে থাকার আহ্বান জানান। ভারতের ‘ইন্ডিয়া টুডে’ চিঠির একটি অংশ প্রকাশ করেছে, যেখানে লেখা আছে-“এশিয়া কাপের ট্রফি নিঃসন্দেহে ভারতীয় দলের প্রাপ্য। এটি এসিসির দপ্তরে সযত্নে রাখা আছে, যত দিন না ভারতীয় দলের অধিনায়ক ও কর্মকর্তা এসে আনুষ্ঠানিকভাবে ট্রফি গ্রহণ করেন ততদিন এখানেই থাকবে।”
চিঠিতে আরও বলা হয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় নাকভি ও অতিথিরা প্রায় ৪০ মিনিট অপেক্ষা করেছিলেন, কিন্তু ভারতীয় দলের পক্ষ থেকে কেউ ট্রফি নিতে মঞ্চে ওঠেননি। এসিসির বক্তব্য অনুযায়ী, বিসিসিআই অনুষ্ঠান শুরুর আগে কোনো আপত্তি জানায়নি, বরং শেষ মুহূর্তে জানায় যে দল ট্রফি নেবে না।
উল্লেখ্য, এশিয়া কাপের ফাইনালে গত ২৮ সেপ্টেম্বর পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের নির্দেশে সূর্যকুমার যাদবের দল ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। কারণ, নাকভি শুধু এসিসি সভাপতি নন তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও।
ভারতের অভিযোগ, এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পেছনে নাকভির ভূমিকা ছিল। সেই কারণেই ভারতীয় দল তাঁর কাছ থেকে ট্রফি নিতে রাজি হয়নি। পরে নাকভি ট্রফিটি নিয়ে চলে যান এবং জানান, ভারতীয় দল বা বিসিসিআইয়ের কোনো প্রতিনিধিকে সরাসরি তাঁর কাছ থেকেই ট্রফি নিতে হবে।
বর্তমানে এশিয়া কাপের ট্রফি দুবাইয়ে এসিসির সদর দপ্তরে সুরক্ষিতভাবে সংরক্ষিত আছে।
ক্রিফোস্পোর্টস/২২অক্টোবর২৫/টিএ
