
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করলো নামিবিয়া। আাফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে প্রথম দল হিসেবে আসন্ন এই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল দলটি। এ নিয়ে টানা চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপে নাম লেখালো নামিবিয়া।
আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে তানজানিয়ার মুখোমুখি হয় নামিবিয়া। এই ম্যাচে তানজানিয়াকে ৬৩ রানে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নামিবিয়া।
হারারেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে নামিবিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন জেজে স্মিট। ৪৩ বলে ১ চার ও ৪ ছক্কায় ইনিংসটি সাজান এই মারকুটে ব্যাটার।
দ্বিতীয় সর্বোচ্চ ৪১ বলে ৫৫ রান আসে অধিনায়ক গারহার্ড এরাসমাসের ব্যাট থেকে। এছাড়া ১০ রান করে করেন মালান ক্রুগার ১৫ বলে ২৮ এবং জেন গ্রিন ও নিকোল লফটি-ইটন। তানজানিয়ার পক্ষে খালিদি জুমা ও অ্যালি এমপেকা কিমোতে দুটি করে উইকেট নেন।
জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১১ রানের বেশি করতে পারেনি তানজানিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ বলে ৩১ রান করেন অভিক পাত্বয়া। এছাড়া মুকেশ ম্যাকার ২৪, অমল রাজিবান ১৬ এবং আগাস্টিন ১১ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।
নামিবিয়ার পক্ষে ব্যাটিংয়ের পর বোলিংয়েও দুর্দান্ত পারফরম্যান্স করেন জেজে স্মিট৷ বল হাতে ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন এই অলরাউন্ডার। ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন বেন শিকঙ্গ। এছাড়া একটি করে উইকেট নেন রুবেন ও নিকোল।
উল্লেখ্য, ২০২১ আসরে প্রথমবার বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছিল নামিবিয়া। এরপর ২০২২, ২০২৪ এবং সর্বশেষ ২০২৬-সহ টানা চতুর্থবার টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নামিবিয়া।
ক্রিফোস্পোর্টস/২অক্টোবর২৫/বিটি
