
নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে তখন টান টান উত্তেজনা। ম্যাচ ড্র, হাতে আছে ১ বল। ইতিহাস থেকে আর মাত্র ১ রান দূরে স্বাগতিকরা। শেষ বলে অ্যান্ডিল সিমেলেইনকে চার মেরে উল্লাসে মেতে উঠলেন জেইন গ্রিন। উল্লাসে মাতলো নামিবিয়ার ড্রেসিংরুম, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়।
শনিবার (১১ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইতিহাস গড়ে প্রথমবার টি-টোয়েন্টি জয় পেয়েছে নামিবিয়া। ঘরের মাঠে প্রোটিয়াদের ৪ উইকেটে পরাজিত করেছে জেরহার্ড ইরাসমাসের দল। এ নিয়ে আইসিসির পূর্ণ সদস্য চারটি দেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পেল নামিবিয়া। এর আগে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছিল তারা।
এদিন আগে ব্যাট করতে নেমে বড় পুঁজি গড়তে পারেনি দক্ষিণ। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলতে সক্ষম হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান জরেন জেসন স্মিথ। এছাড়া রুবিন হারন্যান ১৮ বলে ২৩, লুহান প্রেটোরিয়াস ২২ বলে ২২ বিয়র্ন ফরটুইন ২১ বলে ১৯ রান করেন।
এই ম্যাচ দিয়ে অবসর ভেঙে টি-টোয়েন্টি দলে ফিরেছেন কুইন্টন ডি কক। তবে ফেরাটা সুখকর হয়নি তার। চার বল খেলে মাত্র ১ রান করেই আউট হয়ে যান এই তারকা ওপেনার। নামিবিয়ার পক্ষে ৩টি উইকেট তুলে নেন রুবেন ট্রাম্পেলিম্যান। ২টি উইকেট নেন ম্যাক্স হেইংগো।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নামিবিয়া। উইকেট হারালেও জয়ের পথেই ছিল দলটি। টপ অর্ডার থেকে তেমন রান আসেনি। মিডল অর্ডারে ইরাসমাস ২১, স্মিত ১৩, মালান ক্রুগার ১৮ রান যোগ করেন। মূল কাজটা ছাড়েন গ্রিন ও ট্রাম্পেলিম্যান। সপ্তম উইকেটে ২১ বলে ৩৭ রানের অপরাজিত জুটি গড়ে জয় নিশ্চিত করেন তারা।
গ্রিন ২৩ বলে ২ চার ও ১ ছক্কায় ৩০ রানের জয়সূচক ইনিংস খেলেন। তাকে সঙ্গ দেওয়া ট্রাম্পেলিম্যান ৮ বলে ১১ রান করে অপরাজিত ছিলেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে ২টি করে উইকেট নেন নান্দ্রে বার্গার ও অ্যান্ডিল সিমেলেইন।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো আইসিসির কোনো সহযোগী সদস্য দেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে হারলো দক্ষিণ আফ্রিকা। এর আগে প্রথমবার নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেছিল তারা।
সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণ আফ্রিকা : ১৩৪/৮ (২০ ওভার)
নামিবিয়া : ১৩৮/৬ (২০ ওভার)
ফলাফল : নামিবিয়া ৪ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৫/বিটি
