একের পর এক দুর্দান্ত সব বলের গতি দিয়ে পরাস্ত করছিল ব্যাটারদের। নাহিদ রানাকে খেলতে এক প্রকার অসুবিধাই হচ্ছিল ঢাকা ক্যাপিটালসের ব্যাটারদের। দুর্দান্ত বোলিং শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্যক্তিগত সাফল্য নিয়ে ভাবেন না তিনি। সবসময় দলের জয়েই ভূমিকা রাখতে চান।
গতকাল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে জয় পেয়ে চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স। এদিন রংপুরের হয়ে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স করেছেন তারকা পেসার নাহিদ রানা। ৪ ওভারে মাত্র ১১ রান খরচায় নেন ৩ উইকেট। দলের জয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ভূমিকা রাখতে পেরে উচ্ছ্বসিত নাহিদ সংবাদ সম্মেলনেও নিজের দুর্দান্ত বোলিং এর কথা জানান।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সবসময়ই চেষ্টা করেন গুড লাইন-লেংন্থে বল করার জন্য। ঠিক জায়গায় বল ফেলেই তিনি সফলতা পেয়েছেন। ঢাকার বিপক্ষে এদিন দুর্দান্ত সব ডেলিভারি করেছেন। খরচ করেছেন মাত্র ১১ রান। শিকার করেছেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। এমন ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, দলের জয়ে অবদান রাখতে পেরে তিনি আনন্দিত। সবসময় এটাই চান যাতে নিজের পারফরম্যান্স নয় বরং দলের জন্য ভূমিকা রাখতে পারেন।
তিনি আরও বলেন, আমি ৩ ওভারে ৪০ রান খরচ করলেও যদি শেষ ওভারে প্রতিপক্ষের ৬-৭ রান প্রয়োজন হয় তখন ম্যাচ জেতাতে পারি তাহলে সেটাই মূখ্য বিষয়। সাইফের উইকেট নিয়ে প্রশ্নে তিনি বলেন, ভালো বল করার চেষ্টা করি, একজায়গায় লাইন ঠিক রেখে বল করি কার উইকেট পাবো সেটা আসলে অজানা। নিজের গতিময় বোলিং নিয়েও কথা বলেন তিনি। তার মতে, বলের গতি আগের মতোই আছে। এটাই অব্যাহত রাখতে চান তিনি।
এদিকে গতকালের ম্যাচে ঢাকার জন্যও গুরুত্বপূর্ণ ছিল। কেননা জিতলেই বেঁচে থাকতো প্লে অফের আশা। কিন্তু রংপুরের দুর্দান্ত বোলিং-ব্যাটিং আর ফিল্ডিং পারফরম্যান্সে অসহায় আত্নসমর্পণ করে তারা। রংপুরের ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকার ইনিংস থামে ১৭০ রানে।
ঢাকার বিপক্ষে জয়ের মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে রংপুর। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চার নাম্বারে আছে তারা। আজ চট্টগ্রামের বিপক্ষে মুখোমুখি হবে তারা। সেখানেই নির্ধারিত হবে কারা খেলবে কোয়ালিফাইয়ার-১ এ। এদিকে সবার আগেই টেবিল টপার হিসেবে গ্রুপ পর্ব শেষ করেছে রাজশাহী ওয়ারিয়র্স।
ক্রিফোস্পোর্টস/১৮জানুয়ারি২৬/টিএ
