
আরব আমিরাতের সঙ্গে সিরিজ খেলে পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল। তবে টাইগারদের সঙ্গে পাকিস্তানের মাটিতে খেলতে যাবেন না তরুণ পেসার নাহিদ রানা। পাকিস্তান সিরিজের স্কোয়াডে তাকে রাখা হলেও সফরের আগ মুহূর্তে এসে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন এই গতিতারকা।
বুধবার (২১ মে) নাহিদের নাম প্রত্যাহারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম।
ব্যক্তিগত কারণ দেখিয়ে পাকিস্তান সফর থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন নাহিদ। এ বিষয়ে নাজমূল আবেদীন ফাহিম বলেন, ‘পাকিস্তানে পিএসএল খেলতে গিয়ে যে ধরনের অভিজ্ঞতা হয়েছে, সম্ভবত সে কারণেই সে নিজের নাম প্রত্যাহার করেছে।’
চলতি মাসেই পিএসএল খেলতে পাকিস্তান সফর করেছিলেন নাহিদ। তবে পাক-ভারত যুদ্ধাবস্থার কারণে বিশেষ ফ্লাইটে করে পাকিস্তান থেকে দেশে ফিরে আসতে হয় তাকে। সম্ভবত সেই ট্রমা কাটিয়ে উঠতে না পারায় এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছে এই তরুণ।
আরও পড়ুন :
» প্লে-অফে সাকিব-মিরাজদের প্রতিপক্ষ কারা, আর খেলা কবে?
» মুম্বাই ম্যাচের আগে দুশ্চিন্তায় দিল্লি, পরিত্যক্ত হলে সমীকরণ কী?
তবে নাহিদের পরিবর্তে কোনো বাড়তি ক্রিকেটারকে পাকিস্তান সফরে অন্তর্ভুক্ত করা হবে না বলে জানিয়েছেন ফাহিম। আর বর্তমানে আইপিএল খেলতে ভারতে অবস্থান করা মুস্তাফিজ পাকিস্তানের দলের সঙ্গে যোগ দেবেন।
এদিকে নাহিদের পাশাপাশি কোচিং স্টাফদের মধ্যে থেকেও দুইজন নাম প্রত্যাহার করেছেন। বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ন্যাথান কিলিও পাকিস্তান সফর করবেন না।
এ বিষয়ে ফাহিম বলেন, ‘কোচিং স্টাফদের মধ্যে থেকে ফিল্ডিং কোচ ও ট্রেনারও পাকিস্তান সফরে যাচ্ছে না। বাকিরা সবাই যাওয়ার জন্য প্রস্তুত। শুরুতে দুই একজনের মধ্যে কিছুটা অস্বস্তি ছিল। কিন্তু পরবর্তীতে তারা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
সব ঠিক থাকলে আগামী ২৫ মে পাকিস্তানে পা রাখবে বাংলাদেশ দল। এরপর ২৮ মে, ৩০ মে এবং ১ জুন সিরিজের তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
ক্রিফোস্পোর্টস/২১মে২৫/বিটি
