Connect with us
ক্রিকেট

ফেসবুকে হতাশা ঝাড়লেন নাইম শেখ

নাঈম শেখ
নাঈম শেখ। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে গতকাল রাতে দেশে ফেরেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। দেশে ফিরে বিমানবন্দরে তাদের দুয়ো দেয় কিছু মানুষ, ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান তোলে তাদের বিরুদ্ধে।

এই ঘটনা নিয়ে গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম। যা মূহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

তিনি লিখেছেন, ‘আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না-আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল-সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা প্রশ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে।’ ‘হ্যাঁ, কখনো পারি, কখনো পারি না। জয় আসে, পরাজয়ও আসে-এটাই খেলাধুলার বাস্তবতা। জানি, আমরা যখন হেরে যাই, তখন আপনাদের কষ্ট হয়, রাগ হয় কারণ, আপনারাও এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন।’



আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পেলেও ভিসা জটিলতার কারণে শুরু থেকে যোগ দিতে পারেননি নাঈম। দ্বিতীয় ওয়ানডের আগে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছালেও সুযোগ পান শেষ ম্যাচে। সেই ম্যাচে ২৪ বল খেলে মাত্র ৭ রান করেন নাঈম।

ব্যর্থ হলেও ক্রিকেটাররা সমর্থকদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন দাবি করে নাঈম বলেন, ‘আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা প্রকাশ করা হয়েছে, গাড়িতে আক্রমণ করা হয়েছে, তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনো দেশের প্রতি ভালোবাসা-চেষ্টার ঘাটতি রাখি না। প্রতিটা মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য,মানুষের জন্য, আপনাদের মুখে হাসি ফোটাতে।’

সমর্থকদের কাছে ভালোবাসা প্রত্যাশা করেন জানিয়ে নাঈম শেখ আরও বলেন যে, ‘ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়। কারণ আমরা সবাই একই পতাকার সন্তান। জয় হোক, পরাজয় হোক লাল-সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে, ক্ষোভের নয়। আমরা লড়ব, আবার উঠব-দেশের জন্য, আপনাদের জন্য, এই পতাকার জন্য।’

তাই খারাপ সময়ে সমর্থকদের পাশে থাকার অনুরোধ জানিয়ে নাইম শেখ বলেন, ক্রিকেট মাঠে বাংলাদেশ শিগগিরই ঘুরে দাঁড়াবে, এমন আশাই করেন তিনি।

ক্রিফোস্পোর্টস/১৬অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট