Connect with us
ক্রিকেট

আমার লক্ষ্যই ছিল টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট নেওয়া : রিপন

Ripon Mondal
রিপন মন্ডল। ছবি- এসিসি

এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের পেসার রিপন মন্ডল। পাকিস্তানের বিপক্ষে ফাইনালসহ পুরো আসরেই বল হাতে আলো ছড়িয়েছেন এই পেসার। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী বোলারও রিপন।

আজ (রোববার) এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের ‘এ’ দল। হাইভোল্টেজ ফাইনালে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩টি উইকেট নেন এই পেসার। বিশেষ করে ১৯তম ওভারে মাত্র ২ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। যার মধ্যে দুটজ দুর্দান্ত ইয়র্কারে প্রতিপক্ষ ব্যাটারের স্টাম্প উড়িয়ে দেন এই পেসার।

সবমিলিয়ে ৫ ম্যাচে ১১ উইকেট নিয়ে এখন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী রিপন। ম্যাচশেষে তিনি জানান, টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার ইচ্ছা নিয়েই খেলতে এসেছিলেন তিনি। রিপন বলেন, ‘টুর্নামেন্ট শুরুর আগেই আমার প্রথম ইচ্ছা ছিল সর্বোচ্চ উইকেট শিকারি হওয়া। আর আল্লাহ আমার এই ইচ্ছা পূরণ করেছে। আলহামদুলিল্লাহ।’



রিপনের পর ৮টি উইকেট নিয়ে যৌথভাবে দুইয়ে আছেন বাংলাদেশের রাকিবুল হাসান ও পাকিস্তানের সাদ মাসুদ। তবে পাকিস্তানের সাদ মাসুদের সামনে সুযোগ রয়েছে রিপনকে ছাড়িয়ে যাওয়ার। ইতোমধ্যে বাংলাদেশ ম্যাচে একটি উইকেট শিকার করেছেন তিনি। কিন্তু রিপনকে ছাড়িয়ে যেতে ফাইনালে ফাইফার নিতে হবে তাকে। তবে ৪ উইকেট নিলে যৌথভাবে শীর্ষে থাকবেন রিপন ও মাসুদ। এছাড়া সুফিয়ান মুকিমের নামের পাশেও রয়েছে ৭টি উইকেট। তার সামনেও রয়েছে রিপনকে ছাড়িয়ে শীর্ষে ওঠার সুযোগ।

এদিকে রিপন-রাকিবদের দুর্দান্ত বোলিংয়ে ফাইনালে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রান তুলতে সক্ষম হয়েছে পাকিস্তান। রিপন মনে করেন, বোলাররা তাদের কাজটা ঠিকভাবেই করেছেন। এবার শিরোপা জয়ে ব্যাটারদের দিকে তাকিয়ে এই পেসার।

রিপন বলেন, ‘আলহামদুলিল্লাহ আমরা ভালো বোলিং করেছি। আশা করি ব্যাটাররা ভালো করবে এবং আমরা শিরোপা জিতব।’

শিরোপা জয়ের লক্ষ্যে পাকিস্তানের দেয়া ১২৬ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/২৩নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট