আইপিএলের নিলামে নতুন ইতিহাস গড়লেন মুস্তাফিজুর রহমান। আইপিএল মাতানো বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দাম পেয়েছেন তিনি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।
কলকাতার হয়ে দীর্ঘদিন খেলেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সের সঙ্গে তার সম্পর্ক ছিল অনেকদিনের। প্রথমবারের মতো কলকাতার হয়ে খেলবেন মুস্তাফিজ। ইডেন গার্ডেন্সে সাকিবের স্পিন জাদু দেখেছেন দর্শকেরা। এবার মুস্তাফিজের সুইং ও কাটার দেখা যাবে এই মাঠে।
মুস্তাফিজকে দলে ভিড়িয়ে এমনই বার্তা দিয়ে রেখেছে কলকাতা। মুস্তাফিজকে স্বাগত জানিয়ে তাদের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘মুস্তাফিজের সুইং- এখন ইডেনে’।
নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তাকে দলে নিতে প্রথমে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। সঙ্গে সঙ্গেই বিড করে চেন্নাই সুপার কিংস। তাকে দলে নিতে এই দুই দলের লড়াই চলে অনেকক্ষণ। তবে ফিজের দাম ৫ কোটি ২০ লাখ রুপিতে পৌঁছানোর পর বিড থেকে সরে যায় দিল্লি।
তখন মনে হচ্ছিল, পুনরায় চেন্নাইয়েই যাচ্ছেন মুস্তাফিজ। তবে তখনই নিলামে আসে নতুন মোড়। মুস্তাফিজকে দলে নিতে বিড শুরু করে কলকাতা। এরপর এই দুই দলের লড়াই চলতে থাকে বেশকিছু সময়। তবে ৯ কোটি ২০ লাখে পৌঁছানোর পর আর বিড করেনি চেন্নাই। শেষ পর্যন্ত কলকাতাই হয় কাটার মাস্টারের নতুন ঠিকানা।
২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল মুস্তাফিজের। হায়দরাবাদের পর মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি। সবমিলিয়ে আট মৌসুমে পাঁচ ফ্রাঞ্চাইজির হয়ে ৬০ ম্যাচে ৬৫ উইকেট শিকার করেছেন কাটার মাস্টার। এর মধ্যে কলকাতার বিপক্ষে ৮ ম্যাচে ৮ উইকেট রয়েছে তার। এবার কলকাতার জার্সিতে লড়বেন এই টাইগার তারকা।
ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২৫/বিটি
