Connect with us
ক্রিকেট

দিল্লির শেষ ম্যাচে মুস্তাফিজের দুর্দান্ত বোলিং

Mustafizur's brilliant bowling in the last match of Delhi
শেষ ম্যাচে ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ছবি- বিসিসিআই

এক ম্যাচ হাতে রেখে আইপিএলের চলতি আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে দিল্লি ক্যাপিটালসের। আজ নিয়মরক্ষার শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেছেন মুস্তাফিজরা। শেষ ম্যাচে দুর্দান্ত বোলিং করে ২০২৫ এর যাত্রা শেষ করলেন এই টাইগার পেসার।

শুক্রবার (২৪ মে) জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে টস জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দিল্লি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে পাঞ্জাব। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এছাড়া প্রবসিমরান সিং ২৮, জশ ইংলিস ৩২ এবং শেষদিকে মার্কাস স্টয়নিশ ১৬ বলে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

এদিন বোলিংয়ে নেমে দিল্লিকে প্রথম সাফল্য এনে দেন মুস্তাফিজ। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে মারকুটে ওপেনার প্রিয়াংশু আর্যকে ফেরান কাটার মাস্টার। ৯ বলে ৬ রান করে ফিরে যান এই ওপেনার।

আরও পড়ুন :

» রিশাদের হাতে আইফোন তুলে দিয়ে যা বললেন লাহোরের পরিচালক 

» বুমরাহকে ছাপিয়ে শুবমান কেন অধিনায়ক, ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

এরপর নিজের দ্বিতীয় ওভারে কিছুটা খরুচে ছিলেন মুস্তাফিজ। ১৪ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি। তবে নিজের পরের ওভারেই দুর্দান্ত প্রত্যাবর্তন করেন এই পেসার। মাত্র ৪ রান দিয়ে একটি উইকেট তুলে নেন তিনি। এবার তার শিকার বিধ্বংসী ব্যাটার শশাঙ্ক সিং। ক্রিজে সেট হওয়ার আগেই ১০ বলে ১১ রান করে ফেরেন তিনি।

ইনিংসের ২০তম ওভারে নিজের কোটার শেষ ওভার করতে আসেন মুস্তাফিজ। এই ওভারে ১০ রান খরচায় আরও একটি উইকেট তুলে নেন কাটার মাস্টার। তার তৃতীয় শিকার মার্কো জ্যানসেন। রানের খাতা খোলার আগেই ফেরেন এই প্রোটিয়া তারকা।

সবমিলিয়ে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন মুস্তাফিজ। এছাড়া ভিপরাজ নিগাম ও কুলদীপ যাদব ২টি করে এবং মুকেশ কুমার একটি উইকেট শিকার করেন।

দিল্লি প্লে-অফে জায়গা করে নিতে না পারায় এই ম্যাচ দিয়েই ২০২৫ আইপিএল যাত্রা শেষ হচ্ছে মুস্তাফিজের। শেষদিকে দিল্লি শিবিরে যুক্ত হওয়া এই টাইগার পেসার ৩ ম্যাচে ৪টি উইকেট শিকার করেছেন।

ক্রিফোস্পোর্টস/২৪মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট