Connect with us
ক্রিকেট

ব্যাটিং ব্যর্থতায় বছরের প্রথম পরাজয় বরণ করলেন মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমান। ছবি- সংগৃহীত

চলতি বছর বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের ‘লাকি চার্ম’ হয়েই ছিলেন মুস্তাফিজুর রহমান। গোটা বছরে তিনি দলে থাকা অবস্থায় একটি ম্যাচেও হারেনি বাংলাদেশ। তবে এবার ভাঙল ফিজের সেই অপরাজিত যাত্রার বৃত্ত। পাওয়ার প্লেতে সতীর্থদের ব্যাটিং ব্যর্থতায় টি-টোয়েন্টিতে বছরের প্রথম পরাজয় বরণ করলেন এই বাহাতি পেসার।

গতকালের ম্যাচের আগপর্যন্ত চলতি বছর মোট ১৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। যার মধ্যে ৮ ম্যাচে দলে ছিলেন না মুস্তাফিজ। আর সেই ম্যাচ গুলোর কোনও ম্যাচেই জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পাশাপাশি টাইগাররা হেরেছিল ৭ ম্যাচেই।

অপর দিকে মুস্তাফিজ যেই ৮ ম্যাচে বাংলাদেশ দলে ছিলেন, তার সবকটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছিল টাইগাররা। তাই তাকে দলের জন্য বেশ ‘লাকি’ মনে করা হচ্ছিল। তবে এবার পরাজয়ের স্বাদ পেতে হলো ফিজকেও। এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে শ্রীলঙ্কার কাছে হারল তারা। যেখানে ব্যাটিং ব্যর্থতায় শুরুতেই রীতিমত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।



অবশ্য সতীর্থদের ব্যাটিংয়ে ভরাডুবির পর বল হাতেও ঘুরে দাঁড়াতে পারেনি ফিজরা। স্পোর্টিং উইকেটে অল্প রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের ওপর চড়াও হয় লঙ্কানরা। রান বিলিয়েছেন মুস্তাফিজ নিজেও। তিন ওভার হাত ঘুরিয়ে খরচা করেছেন ৩৫ রান, আর শিকার করেছেন ১ উইকেট।

এই ম্যাচে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে রানের খাতাই খুলতে পারেনি বাংলাদেশ। উল্টো হারিয়েছে দুই ওপেনারের উইকেট। শেষ পর্যন্ত পাওয়ারপ্লেতে আসে ৩ উইকেটের বিনিময়ে মাত্র ৩০ রান। এরপর জাকের আলী ও শামিম হোসেন পাটোয়ারীর ৮৬ রানের জুটিতে ভর করে ১৩৯ রানের পুঁজি পায় বাংলাদেশ। যা ৩২ বল ও ৬ উইকেট হাতে রেখেই টপকে যায় লঙ্কানরা।

উল্লেখ্য, এশিয়া কাপে হংকংকে হারিয়ে ভালো শুরু করেছিল বাংলাদেশ। তবে লঙ্কানদের কাছে হেরে ‘বি’ গ্রুপে চার দলের মধ্যে পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। আগামী মঙ্গলবার রাতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের দল। টুর্নামেন্টে আশা বাঁচিয়ে রাখতে সেই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।

ক্রিফোস্পোর্টস/১৪সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট