Connect with us
ক্রিকেট

আবারও বল হাতে রাঙালেন মুস্তাফিজ, প্রথম জয় পেল দুবাই

Mustafizur shines with the ball again as Dubai earn their first win.
দলের প্রথম জয়ের ম্যাচে দুই উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ছবি- সংগৃহীত

চলমান আইএল টি-টোয়েন্টিতে প্রথম জয়ের দেখা পেল দুবাই ক্যাপিটালস। টানা দুই হারের পর তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল দাসুন শানাকার দল। জয়ের রাতে বল হাতে রাঙিয়েছেন বাংলাদেশ তারকা মুস্তাফিজুর রহমান। 

রোববার (৭ ডিসেম্বর) আসরে তৃতীয় ম্যাচ খেলতে নেমে আবুধাবি নাইট রাইডার্সকে ৮৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দুবাই ক্যাপিটালস। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে দুবাই। জবাবে ব্যাট করতে নেমে ১৫.৩ ওভারে ১০৩ রানেই গুটিয়ে যায় আবুধাবি।

এদিন টার্গেট ডিফেন্ড করতে নেমে দুবাইকে দুর্দান্ত শুরু এনে দেন ডেভিড উইলি ও মুস্তাফিজুর রহমান। ইনিংসের প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নেন উইলি। ইংলিশ তারকা অ্যালেক্স হেলস (০) ও আরব আমিরাতের ব্যাটার আলিশান শারাফুকে (৪) ফেরান তিনি। এরপর দ্বিতীয় ওভারে মুস্তাফিজ এসে মাত্র ৫ রান দিয়ে উন্মুক্ত চাঁদের উইকেট তুলে নেন। ফিজের কাটারে পরাস্ত হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। তাতে ১০ রানেই ৩ উইকেট হারায় আবুধাবি।



শুরুর ধাক্কা সামলে ফিল সল্ট ও লিয়াম লিভিংস্টোনের ব্যাটে ঘুরে দাঁড়াতে চেষ্টা করে আবুধাবি। সল্ট হাত খুলে খেলতে শুরু করেন। পাওয়ার-প্লের শেষ ওভারে দ্বিতীয়বার বোলিংয়ে আসেন মুস্তাফিজ। প্রথম দুই বলেই চার-ছক্কায় ১০ রান তুলে নেন সল্ট। তবে চতুর্থ বলে অফে থার্টি ইয়ার্ডে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। ফিজের শিকার হওয়ার আগে ২১ বলে ২ চার ও ২ ছক্কায় ২৭ রান করেন এই ইংলিশ তারকা।

ইনিংসের নবম ওভারে লিভিংস্টোনকে এলবিডব্লুর শিকার বানিয়ে সাজঘরে ফেরান মোহাম্মদ নবি। ১৫ বলে ১৬ রান করে ফেরেন এই ইংলিশ ব্যাটার। পরের ওভারে আন্দ্রে রাসেলের (১২) গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন ওয়াকার সালামখেইল। পরের স্পেলে এসে তুলে নেন হোল্ডারের (০) উইকেট। এরপর নবি আর সালামখেইল মিলেই বাকি উইকেট ভাগাভাগি করে নেন।

সালামখেইল ৩.৩ ওভারে ২৯ রান দিয়ে ৪টি উইকেট নেন। মুস্তাফিজ ৩ ওভারে ২২ রান দিয়ে শিকার করেন ২টি উইকেট। এছাড়া নবি ও উইলি ২টি করে উইকেট নেন।

এর আগে দুবাইয়ের হয়ে ব্যাট হাতে অসাধারণ এক ইনিংস খেলেন রভম্যান পাওয়েল। ৫২ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৯৬ রানের দুর্দান্ত এক অপরাজিত ইনিংস খেলেন তিনি। এছাড়া জর্ডান কক্স ৩৬ বলে ৪ চার ও ১ ছক্কায় করেন ৫২ রান। আবুধাবির হয়ে জেসন হোল্ডার ২টি এবং অজয় কুমার ও পিযুশ চাওলা একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

দুবাই ক্যাপিটালস : ১৮৬/৪ (২০ ওভার)

আবুধাবি নাইট রাইডার্স : ১০৩/১০ (১৫.৩ ওভার)

ফলাফল : দুবাই ক্যাপিটালস ৮৩ রানে জয়ী

ক্রিফোস্পোর্টস/৭ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট