Connect with us
ক্রিকেট

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া ক্রিকেটের জন্য লজ্জাজনক : আফ্রিদি

MUSTAFIZ AND AFRIDI
মুস্তাফিজুর রহমান ও শহীদ আফ্রিদি। ছবি: সংগৃহীত

নিরাপত্তা শঙ্কায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে পুরো ক্রিকেট বিশ্বের জন্য লজ্জাজনক মনে করেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। 

মুস্তাফিজে বাদ দেওয়ার প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় দেশজুড়ে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে দল পাঠাবে না বলে আইসিসিকে চিঠিতে জানিয়েছে বিসিবি। ইতোমধ্যে দেশে আইপিএল প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

বিসিবির এসব সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন কিংবদন্তি পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদি। আফ্রিদির মতে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা শুধু পুরো ক্রিকেট বিশ্বের জন্যই লজ্জাজনক। ভারত টাকার দাপট দেখাচ্ছে বলেও মন্তব্য করেছেন সাবেক এই ক্রিকেটার।



পাকিস্তানের এই কিংবদন্তি অলরাউন্ডার বলেন, ‘ক্রিকেট বিশ্বের জন্য এটা খুবই লজ্জার। ভারতই শুরু করছে এবং শেষ এরাই করবে। তাছাড়া অন্যরা এদের সাথে চলাচল বন্ধ করে দেবে। যেমন দেখা যাচ্ছে, বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক। টাকার দাপটে চলতেছে ভারত।’

তবে, আইসিসিতে ভারতের বাড়তি প্রভাব আছে বলে মনে করেন না আফ্রিদি। আইসিসির বর্তমান সভাপতি জয় শাহ। তিনি একজন ভারতীয় এবং এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডেরও সভাপতি ছিলেন।

আফ্রিদি বলেন, ‘আইসিসিতে ভালো চিন্তাধারা মানুষ রয়েছে। আইসিসি শুধুমাত্র ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসির এর সাথে সম্পৃক্ত হওয়া খুবই জরুরী। ইন্ডিয়ার দিকে তারা বেশি ঝুঁকে থাকে, সেটা দ্রুত শেষ করতে হবে, ক্রিকেটকে অব্যাহত রাখতে হলে।’

ক্রিফোস্পোর্টস/৬জানুয়ারি২৬/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট