
শুরুতে বাংলাদেশের কোনো ক্রিকেটার ছিলেন না এবারের আইপিএলে। তবে শেষ পর্যন্ত ক্রিকেটার সংকটের মুখে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়ে নেয় দিল্লি ক্যাপিটালস। লিগ পর্বে এখনও তাদের বাকি দুই ম্যাচ। যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং ‘ডু অর ডাই’ ম্যাচে আজ মাঠে নামবে মুস্তাফিজরা।
আজ বুধবার ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজেদের ১৩তম ম্যাচ খেলতে মাঠে নামবে দিল্লি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। যেখানে আজ পরাজিত হলেই কোন হিসাব-নিকাশ ছাড়াই আইপিএল থেকে বিদায় নিশ্চিত হবে দিল্লি ক্যাপিটালসের। আর প্লে অফ নিশ্চিত করবে মুম্বাই ইন্ডিয়ান্স।
নিজেদের সর্বশেষ ম্যাচে গুজরাটের কাছে ১০ উইকেটে পরাজিত হয়েছিল দিল্লি। এতেই কঠিন হয়ে গেছে তাদের প্লে-অফে যাওয়ার পথ। এখন পর্যন্ত গুজরাট টাইটান্স, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস নিশ্চিত করে নিয়েছে পরবর্তী রাউন্ডের খেলা। তাই শেষ পজিশনের জন্য লড়াই করছে মুম্বাই ও দিল্লি।
আরও পড়ুন:
» চমক রেখে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল পাকিস্তান
» বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচসহ আজকের খেলা (২১ মে ২৫)
উভয় দলের হাতে বাকি রয়েছে দুটি করে লিগ পর্বের ম্যাচ। যেখানে ১২ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে মুম্বাই। আর ১৩ পয়েন্ট নিয়ে এরপরই অবস্থান করছে দিল্লি। প্লে-অফে উঠতে হলে দিল্লিকে তাদের দুই ম্যাচই জিততে হবে। অথবা মুম্বাই যদি তাদের বাকি ম্যাচগুলো পরাজিত হয় তবে দিল্লির এক ম্যাচ জিতলেও চলবে।
কিন্তু আজকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে পরাজিত হলে আর কোন সুযোগ থাকবে না দিল্লির। কেননা শেষ ম্যাচে তারা জয় তুলে নিতে পারলেও মুম্বাইকে পয়েন্ট ব্যবধানে পেছনে ফেলতে পারবে না তারা। তাই টুর্নামেন্টে টিকে থাকতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই দিল্লির সামনে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের অন্যতম ভরসার নাম হয়ে মাঠে নামতে পারেন মুস্তাফিজুর রহমান। কেননা আগের ম্যাচে দুইশ রানের টার্গেট দেয়ার পরেও বোলারদের ব্যর্থতায় এই ম্যাচ জিততে পারেনি দিল্লি। তবে সকল বোলারদের মধ্যে ব্যতিক্রম ছিলেন মুস্তাফিজ। দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষের রান আটকে রাখার পাশাপাশি দলকে আশা জাগিয়েছিলেন তিনি।
ক্রিফোস্পোর্টস/২১মে২৫/এফএএস
