আইএল টি-টোয়েন্টি খেলতে গতকাল বৃহস্পতিবার রাতে দেশ ছেড়েছেন মুস্তাফিজুর রহমান। নিজের ফেসবুক পেইজে ছবি প্রকাশ করে বিষয়টি নিজেই জানিয়েছেন এই টাইগার ক্রিকেটার। চলমান এই টুর্নামেন্টে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন ফিজ। ইতোমধ্যেই বিদেশি এই লিগ খেলার জন্য বিসিবি থেকে পেয়েছেন ছাড়পত্র।
মূলত রিতেশ গ্রান্ধির বদলি হিসেবে আইএল টি-২০তে দুবাইয়ের দলে ডাক পেয়েছেন এই টাইগার তারকা পেসার। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বোলিং ব্যর্থতায় পরাজিত হয়েছে দলটি। নিজেদের পরবর্তী ম্যাচে আগামীকাল রাতে মাঠে নামবে দুবাই। গালফ জায়ান্টসের বিপক্ষে এই ম্যাচে দিয়ে আসর শুরু করতে পারেন মুস্তাফিজ।
আগেই জানা গিয়েছিল চলমান আইএল টি-টোয়েন্টিতে খেলার জন্য দল পেয়েছেন মোস্তাফিজ। তবে আসন্ন বিপিএলের আগে তাকে ছাড়পত্র দেওয়া হবে কিনা তা নিয়ে ছিল প্রশ্ন। কিন্তু বিদেশি এই লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছাড়পত্র পেয়েছেন তিনি। এছাড়াও এই টুর্নামেন্টের জন্য ছাড়া হয়েছে তাসকিন আহমেদকেও।
সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে গতকাল রাতে মুস্তাফিজ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আইএলটি-২০ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছি। দুবাই ক্যাপিটালস পরিবারের সাথে যোগ দিতে আর অপেক্ষা করতে পারছি না।’
বিসিবির ক্রিকেট অপারেশন্সের দায়িত্বপ্রাপ্ত শাহরিয়ার নাফীস নিশ্চিত করেছেন, আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত মোস্তাফিজ, তাসকিন ও মোমিনুলকে বিদেশি লিগে খেলার ছাড়পত্র দিয়েছে ক্রিকেট বোর্ড। ফলে আগামী ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগেই নির্ধারিত সময়ে ঢাকায় ফিরতে হবে তাদের।
২৩ ডিসেম্বরের আগ পর্যন্ত মুস্তাফিজুর রহমান দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে পারবেন মোট ৭ ম্যাচ। বিসিবি থেকে ছাড়পত্রের মেয়াদ আরো একদিন বাড়ানো গেলে ২৪ ডিসেম্বর আরও একটি ম্যাচ খেলে ফিরতে পারেন তিনি। তবে বিপিএলের গুরু দায়িত্ব বিবেচনায় নির্ধারিত সময়েই ফিরতে হতে পারে তাকে।
এদিকে তাসকিন আহমেদ আইএল টি-২০তে খেলবেন শারজাহ ওয়ারিয়ার্সের হয়ে। যেখানে তার সতীর্থ হিসেবে আরও থাকছেন সিকান্দার রাজা, দিনেশ কার্তিকদের মতো তারকারা। এদিকে সিডনি ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার গ্রেড ক্রিকেটে ব্ল্যাকটাউন ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন মমিনুল।
আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসর মাঠে গড়িয়েছে গত ২ ডিসেম্বর। গেল আগস্টেই মুস্তাফিজকে সরাসরি চুক্তিতে নেওয়ার কথা জানিয়েছিল দুবাই। তবে নিলামের আগে আবার দলটি জানায় ফিজ থাকছেন না তাদের দলে। কিন্তু শেষ পর্যন্ত বদলি ক্রিকেটার হিসেবে তাকে দলে নিয়েছে দুবাই। এই টুর্নামেন্টে মুস্তাফিজ ছাড়াও খেলবেন তাসকিন ও সাকিব আল হাসান।
ক্রিফোস্পোর্টস/৫ডিসেম্বর২৫/এফএএস