ভারত যখন নিরাপত্তার অজুহাতে মুস্তাফিজুর রহমানকে না করেছে, তখনই হাত বাড়িয়ে দিল পাকিস্তান। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে ছিটকে যাওয়ার পর এবার বাংলাদেশের এই তারকা পেসারকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দেখা যাবে বলে দাবি করেছে তারা। পিএসএলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক বিবৃতির মাধ্যমে মুস্তাফিজকে স্বাগত জানানো হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) পিএসএলের অফিসিয়াল পেজে মুস্তাফিজের ছবিসহ একটি পোস্ট করে সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘ব্যাটাররা সাবধান… এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মুস্তাফিজ।’
এর মাধ্যমেই বাংলাদেশের পেসারকে চুক্তিবদ্ধ করার ঘোষণা দিলো পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে পিএসএলে কোন দলে খেলবেন ৩০ বছর বয়সী পেসার, তা অবশ্য জানানো হয়নি। সেই ঘোষণা আসবে পরে।
২০১৮ আসরে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে প্রথমবারের মতো পাঁচটি ম্যাচ খেলেছিলেন মুস্তাফিজ।
আসন্ন আইপিএলে কেকেআরের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজের। কিন্তু টুর্নামেন্ট শুরুর ঠিক আগে বিসিসিআই নিরাপত্তা শঙ্কার অজুহাতে তাকে বাদ দিতে নির্দেশ দেয়। ফ্র্যাঞ্চাইজিটি সেই নির্দেশ পালন করায় শুরু হয় অভূতপূর্ব এক কূটনৈতিক ও ক্রীড়া সংকট। মুস্তাফিজের সাথে ভারতের এমন আচরণের প্রতিক্রিয়ায় বাংলাদেশ কড়া পদক্ষেপ নিয়েছে। নিরাপত্তা ইস্যুতে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ভারত সফরে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এছাড়া সরকারের পরামর্শে বাংলাদেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
অপরদিকে মাঠের বাইরে এই অস্থিরতার মাঝেও মুস্তাফিজ নিজেকে রাখছেন চাপমুক্ত। বর্তমানে তিনি বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন।
ক্রিফোস্পোর্টস/৬জানুয়ারি২৬/এসএ

