Connect with us
ক্রিকেট

কেকেআরের ঘটনায় আইনি পথে যাচ্ছেন না মুস্তাফিজ

মুস্তাফিজ নিজেই বিষয়টি আর না এগোনোর অনুরোধ করেছেন। ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ মৌসুম শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের অপ্রত্যাশিত বিদায় নিয়ে ক্রিকেট বিশ্বে আলোড়ন হয়। তবে এ ঘটনায় ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে আইনি লড়াই বা আনুষ্ঠানিক প্রতিবাদের সুযোগ থাকলেও সেই পথে না হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন এই বাঁহাতি পেসার। খবর- এনডিটিভি

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি মোহাম্মদ মিথুন জানিয়েছেন, ক্রিকেটীয় পারফরম্যান্স বা ইনজুরি ছাড়া কেবল ‘ভূ-রাজনৈতিক পরিস্থিতির’ কারণে চুক্তি বাতিল করায় কেকেআরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যথেষ্ট ভিত্তি ছিল। বৈশ্বিক সংগঠন ‘ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন’ এই বিষয়ে আইনি লড়াইয়ে সমর্থন দিতে প্রস্তুত থাকলেও মুস্তাফিজ নিজেই বিষয়টি আর না এগোনোর অনুরোধ করেছেন।

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মিথুন বলেন, ‘মুস্তাফিজের ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা প্রতিবাদের পরিকল্পনা বাতিল করেছি।’



চলতি মাসের শুরুতে বিসিসিআই কেকেআর-কে নির্দেশ দেয় মুস্তাফিজের ৯.২০ কোটি টাকার চুক্তি বাতিল করতে। নেপথ্যে কারণ হিসেবে ভারত ও বাংলাদেশের বর্তমান উত্তপ্ত ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও রাজনৈতিক চাপের কথা উল্লেখ করা হয়। কেকেআর কর্তৃপক্ষ শুরুতে ক্রিকেটীয় যোগ্যতার কথা বললেও শেষ পর্যন্ত জাতীয় আবেগ ও বিসিসিআই-এর নির্দেশের কাছে নতি স্বীকার করে।

বাংলাদেশ সরকারের কড়া পদক্ষেপ

মুস্তাফিজকে এভাবে দল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার এরই মধ্যে দেশে আইপিএল সম্প্রচার স্থগিত ঘোষণা করেছে। এছাড়া, নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার জন্য আইসিসির কাছে আবেদন করেছে।

ক্রিফোস্পোর্টস/১৬জানুয়ারি২৬/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট