তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের সামনে পাত্তাই পেল না আয়ারল্যান্ড। প্রথম ম্যাচ হারের পর টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।
সিরিজ জয়ের দিনে দারুণ এক রেকর্ডে নাম লিখিয়েছেন মুস্তাফিজুর রহমান। আজ ৩ উইকেট শিকারের মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তৃতীয় অবস্থানে থাকা নিউজিল্যান্ডের ইশ সোধিকে ছাড়িয়ে গেছেন এই কাটার মাস্টার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৫ ইনিংসে বল করে মুস্তাফিজের শিকার ১৫৮ উইকেট। ৬.২৮ ইকোনমিতে বল করা মুস্তাফিজের ক্যারিয়ার সেরা বোলিং ১০ রানে উইকেট। ১২ ইনিংসে তিন বা ততোধিক এবং ২ ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট রয়েছে এই কাটার মাস্টারের।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক আফগান অলরাউন্ডার রশিদ খান। ১০৮ ইনিংসে বল করার রশিদের সংগ্রহ ১৮২ উইকেট। ৫.৮৭ ইকোনমিতে বল করা রশিদের ক্যারিয়ার সেরা ৩ রানে ৫ উইকেট।
১২৩ ইনিংসে ১৬৪ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি কিউয়ি পেসার টিম সাউদি। ৮.০০ ইকোনিতে বল করা সাউদি তিন বা ততোধিক উইকেট নিয়েছেন ৭ বার ও পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন ২ বার। ১৮ রানে ৫ উইকেট সাউদির ক্যারিয়ার সেরা।
১২৬ ইনিংসে বল করে ১৫৭ উইকেট এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি আরেক কিউয়ি ইশ সোদি। ৭.৯৮ ইকনোমিতে বল করা সোদির ক্যারিয়ার সেরা ১২ রানে ৪ উইকেট।
তালিকার পঞ্চম স্থানের রয়েছেন বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান। ১২৬ ইনিংসে বল করা সাকিবের সংগ্রহ ১৪৯ উইকেট। ৬.৮১ ইকোনমিতে বল করা সাকিব পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন ২ বার, ২০ রানে ৫ উইকেট তার ক্যারিয়ার সেরা।
মুস্তাফিজের সামনে সুযোগ রয়েছে কিউয়ি পেসার টিম সাউদিকে কাটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার। সাউদির চেয়ে ৬ উইকেট পেছনে রয়েছেন এই বাংলাদেশি কাটার মাস্টার।
ক্রিফোস্পোর্টস/২ডিসেম্বর২৫/এআই