আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লিগে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। ক্রিকেট বিষয়ক প্রভাবশালী ওয়েবসাইট ‘উইজডেন’ তাদের নির্বাচিত ২০২৫ সালের সেরা টি-টোয়েন্টি একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে মোস্তাফিজকে অন্তর্ভুক্ত করেছে।
উইজডেনের সম্পাদকীয় প্যানেল জানিয়েছে, ২০২৫ সালে অন্তত ১৫০ ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমানের বোলিং গড় (১৮.০৩) ছিল ঈর্ষণীয়, যার ধারেকাছেও কেউ পৌঁছাতে পারেননি। গত বছর ৪৩ ইনিংসে টাইগার এই পেসার শিকার করেছেন ৫৯টি উইকেট।
উইজডেনের বিশ্লেষণে বলা হয়েছে, গত বছর কোনো পেসারই মুস্তাফিজের মতো এত মিতব্যয়ী ছিলেন না। ওভারপ্রতি মাত্র ৬.৭৮ রান দিয়ে নিয়মিত উইকেট তুলে নিয়েছেন তিনি। প্রতি ১৫.৯ বল অন্তর তিনি উইকেটের দেখা পেয়েছেন, যা আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিরল। তার সেরা বোলিং ফিগার ছিল ১১ রানে ৩ উইকেট।
উইজডেনের এই একাদশে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন ভারতের বরুণ চক্রবর্তী ও ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ সুনীল নারাইন। মুস্তাফিজের সঙ্গে পেস আক্রমণে আছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। এছাড়া অলরাউন্ডার হিসেবে দলে আছেন ইংল্যান্ডের স্যাম কারেন ও ক্যারিবীয় তারকা জেসন হোল্ডার।
একাদশের ওপেনিং জুটিতে রাখা হয়েছে ভারতের অভিষেক শর্মা ও ইংল্যান্ডের ফিল সল্টকে। অভিষেক শর্মা গত বছর এক অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন। এক ক্যালেন্ডার ইয়ারে ২০২.০১ স্ট্রাইক রেটে ১৬০২ রান করেছেন তিনি। উইজডেনের মতে, প্রতি বলে গড়ে ২ রান করে নিয়ে এক পঞ্জিকাবর্ষে হাজার রান ছোঁয়া প্রথম ক্রিকেটার তিনি। অন্যদিকে সল্ট ৫২ ইনিংসে ১৫৭৫ রান করে দলের উইকেটকিপার হিসেবে জায়গা করে নিয়েছেন।
মধ্যম সারির ব্যাটিংয়ে শক্তি বাড়াতে আছেন দক্ষিণ আফ্রিকার দুই হার্ডহিটার দেভাল্ড ব্রেভিস ও ডনোভান ফেরেইরা। সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার ফিনিশার টিম ডেভিড। ফেরেইরার বাউন্ডারি মারার দক্ষতা তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে, যেখানে তিনি প্রতি ৬.৬ বলে একটি করে ছক্কা হাঁকিয়েছেন।
একনজরে উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ
অভিষেক শর্মা, ফিল সল্ট (উইকেটকিপার), দেভাল্ড ব্রেভিস, স্যাম কারেন, ডনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারাইন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মুস্তাফিজুর রহমান ও বরুণ চক্রবর্তী।
ক্রিফোস্পোর্টস/১৯জানুয়ারি২৬/এসএ
