Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আটে মুস্তাফিজ; রিশাদ, নাসুমদের উন্নতি

Mustafiz, Nasum and Rishad
নাসুম, মুস্তাফিজ ও রিশাদ। ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের মাধ্যমে বছর শেষ করল টাইগাররা। সিরিজ জুড়ে  চমৎকার বোলিং করে আইসিসি র‍্যাঙ্কিংয়ে পুরস্কার পেলেন মোস্তাফিজুর রহমান। র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসানদেরও।

যথারীতি বুধবার ছেলেদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। ২ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৮ নম্বরে উঠে এসেছেন মুস্তাফিজ। মোস্তাফিজের নামের পাশে রয়েছে ৬৬৫ রেটিং পয়েন্ট। আইরিশদের বিপক্ষে তৃতীয় ম্যাচে মাত্র ১১ রানে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। তারই পুরস্কার স্বরূপ মুস্তাফিজের এই উন্নতি।

মুস্তাফিজের পাশাপাশি উন্নতি হয়েছে সিরিজসেরার পুরস্কার জেতা শেখ মেহেদি হাসানেরও। ৩ ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন মেহেদি। বোলারদের তালিকায় ৫ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠেছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। ৫ ধাপ এগিয়েছেন আরেক স্পিনার নাসুমও। নাসুমের বর্তমান অবস্থান ২৫ নম্বরে।



এগিয়েছে তানজিম হাসান সাকিবও। ২ ধাপ এগিয়ে সাকিব আছেন ৩৫ নম্বরে। সিরিজে কিছুটা খরুচে বোলিং করে এক ধাপ পিছিয়ে গেছেন পেসার শরিফুল ইসলাম, বর্তমানে আছেন ৫১ নম্বরে। আর ছুটিতে থাকা তাসকিন আহমেদ কোনো ম্যাচ না খেলে ১০ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৫২ নম্বরে।

ব্যাটারদের তালিকায় ২১ ধাপ লাফিয়েছেন বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। ক্যারিয়ার সেরা ৫৪২ রেটিং পয়েন্ট নিয়ে ৩৮ নম্বরে উঠে এসেছেন। ৫ ধাপ এগিয়ে গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে যৌথভাবে ৪২ নম্বরে আছেন তাওহিদ হৃদয়।

শেষ ম্যাচে আলো ছড়ানো তানজিদ হাসান তামিম এক ধাপ পিছিয়ে আছেন ১৯ নম্বরে। সাইফ হাসান ৯ ধাপ পিছিয়ে ৩৯ নম্বরে ও লিটন কুমার দাস ২ ধাপ পিছিয়ে ৪৪ নম্বরে আছেন।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে পেছালেও অলরাউন্ডারদের তালিকায় বড় লাফ দিয়েছেন সাইফ হাসান। ২৭ ধাপ এগিয়ে তার অবস্থান এখন ৭৩ নম্বরে। এই তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন পাকিস্তানের ব্যাটিং অলরাউন্ডার সাইম আইয়ুব।

ক্রিফোস্পোর্টস/৩ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট