
সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি) টুর্নামেন্টে প্রথমবারের মতো দল পেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টেটির চতুর্থ আসরকে সামনে রেখে নিলামের আগেই সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস।
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইএল টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় মুস্তাফিজ। এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার খেলেননি এই টুর্নামেন্টে। মূলত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়ায় এই টুর্নামেন্টেটি। যে কারণে বাংলাদেশি কোনো ক্রিকেটারকে দেখা যায় না এই টুর্নামেন্টে। একই কারণে এবারের আসরেও মুস্তাফিজের খেলা নিয়ে শঙ্কা রয়েছে।
ইতোমধ্যে আইএল টি-টোয়েন্টির ২০২৬ আসর শুরু ও শেষ হওয়ার সময় জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ৬ দল নিয়ে আগামী ২ ডিসেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টেটির চতুর্থ আসরের। এরপর আগামী বছরের ৪ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।
তবে বিপিএলের পরবর্তী আসরের সময়সূচি এখনো নির্ধারিত হয়নি। সাধারণত ডিসেম্বর ও জানুয়ারির এই সময়টাতেই অনুষ্ঠিত হয়ে থাকে এই টুর্নামেন্টেটি। ধারণা করা যায়, এবারও এই সময়টাতে মাঠে গড়াবে বিপিএল। তাছাড়া ফেব্রুয়ারি-মার্চে মাঠে গড়াবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর।
বিশ্বকাপ সামনে রেখে টুর্নামেন্টেটি বেশিদিন পিছিয়ে নেওয়ার সুযোগও নেই। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চেষ্টা করবে কিছুটা আগেভাগেই বিপিএল শেষ করার। সেক্ষেত্রে আইএল টি-টোয়েন্টির সঙ্গে একই সময়ে মাঠে গড়াতে পারে বিপিএলও। তাই বিপিএল ছেড়ে নিশ্চয়ই আরব আমিরাতের এই ফ্রাঞ্চাইজি লিগে খেলা হবে না ফিজের।
গত বছর বিপিএল মাঠে গড়িয়েছিল ৩০ ডিসেম্বর। এবারও একই সময়ে শুরু হলে আইএল টি-টোয়েন্টিতে শুরুর কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পাবেন মুস্তাফিজ। তবে এক্ষেত্রে বিসিবি থেকে তিনি ছাড়পত্র (এনওসি) পাবেন কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি জানিয়েছে দুবাই ক্যাপিটালস। মূলত ইংলিশ পেসার লুক উডের বদলি হিসেবে তাকে দলে নিয়েছে ২০২৫ আসরের চ্যাম্পিয়নরা। এই দলে সতীর্থ হিসেবে শ্রীলঙ্কার দাসুন শানাকা, দুশমন্ত চামিরা, আফগানিস্তানের গুলবাদিন নাইবের মতো ক্রিকেটারদের পাবেন ফিজ।
ক্রিফোস্পোর্টস/১২আগস্ট২৫/বিটি
