
এবারের আইপিএলের শুরুতে বাংলাদেশের কোন প্রতিনিধি না থাকলেও শেষ দিকে এসে দিল্লি ক্যাপিটালসের ডেরায় ডাক পেয়েছেন মুস্তাফিজুর রহমান। গতকাল রাতে গুজরাট টাইটান্সের বিপক্ষে নিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামেন এই টাইগার পেসার।
যেখানে আগে ব্যাট করে প্রতিপক্ষকে ২০০ রানের বড় লক্ষ্য দেয় দিল্লি। বল হাতে যথারীতি অসাধারণ চমক দেখিয়ে গিয়েছেন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজ। তিনি ছাড়া দলের প্রায় সকল বোলার মার খেয়েছেন গুজরাটের দুই ওপেনারের কাছে। আর এতেই ১০ উইকেটের বড় পরাজয় দেখে দিল্লি।
এমন ঘটনায় প্লে-অফে ওঠার পথ অনেকটাই কঠিন করে ফেলেছে দিল্লি। এখন পর্যন্ত গুজরাট টাইটান্স, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস নিশ্চিত করে নিয়েছে পরবর্তী রাউন্ডের খেলা। অর্থাৎ বাকি থাকা একটি স্পটের জন্য এখন মুম্বাই ইন্ডিয়ানস ও লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে লড়াই করতে হবে দিল্লিকে।
আরও পড়ুন:
» অভিষেকে মলিন সাকিব, তবুও জয় নিয়ে প্লে-অফে লাহোর
» বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচসহ আজকের খেলা (১৯ মে ২৫)
প্লে-অফ নিশ্চিত করতে দিল্লির সমীকরণ:
লিগ পর্বে দিল্লির বাকি এখনও দুই ম্যাচ। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে সর্বপ্রথম নিজেদের পরবর্তী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জিততে হবে দিল্লিকে। সেই ম্যাচে জয় ব্যতীত কোন বিকল্প নেই মুস্তাফিজদের সামনে। আর দিল্লিকে পরাজিত করতে পারলেই প্লে-অফ নিশ্চিত হবে মুম্বাইয়ের।
সমীকরণ–১: নিজেদের বাকি দুই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংসের বিপক্ষে জিততে হবে দিল্লির। সেই সঙ্গে লখনৌ যেন নিজেদের বাকি থাকা ৩ ম্যাচের অন্তত ১টায় পরাজিত হয়। এতেই ১৭ পয়েন্ট নিয়ে প্লে-অফে যাবে মুস্তাফিজের দল। মুম্বাই ইন্ডিয়ান্স তাদের শেষ ম্যাচে পাঞ্জাবকে হারালেও ১৬ পয়েন্টের বেশি পাবে না।
সমীকরণ–২: এক ম্যাচ জিতেও প্লে-অফে যেতে পারে দিল্লি। তবে এই সমীকরণ কিছুটা জটিল। আগেই বলা হয়েছে মুম্বাইকে হারানোর কোন বিকল্প নেই দিল্লির কাছে। পাঞ্জাবের কাছে হারলেও মুস্তাফিজদের পয়েন্ট হবে ১৫। তাই মুম্বাইকে তাদের শেষ ম্যাচেও হারতে হবে পাঞ্জাবের কাছে। আর লখনৌর বাকি থাকা ৩ ম্যাচের অন্তত ১টায় পরাজিত হতে হবে।
ক্রিফোস্পোর্টস/১৯মে২৫/এফএএস
