Connect with us
ক্রিকেট

জামায়াত আমিরের মন্তব্য

মুস্তাফিজকে বাদ দেওয়া দেশের প্রতি ‘চরম অপমান’

Mustafizur rahman and Shafiqur Rahman
মুস্তাফিজুর রহমান ও ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং পরবর্তীতে নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রক্রিয়াকে তিনি ‘চরম অপমান’ হিসেবে অভিহিত করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ দেওয়ার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, মুস্তাফিজ বিশ্ব ক্রিকেটকে আলোকিত করেছে, বাংলাদেশকে আলোকিত করেছে। এই ছেলেটাকে পার্শ্ববর্তী দেশ একটা ফ্রেন্ডলি ম্যাচে (আইপিএল) যেতে দিল না। এটি কেবল মুস্তাফিজের জন্য নয় বরং দেশের প্রতি এবং ক্রিকেটের প্রতি এক চরম অপমান।



নিরাপত্তা ঝুঁকির কারণে ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল বিসিবি। আইসিসি সেই দাবি নাকচ করে দেওয়ায় বাংলাদেশ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। এই সিদ্ধান্তের প্রতি সংহতি জানিয়ে শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিব্রতকর পরিস্থিতিতে ভারতে খেলতে না যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তা সংগত। আইসিসি এই দাবি না মানায় আমরা দুঃখিত ও লজ্জিত।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, দুনিয়ার বহু দেশ ইন-সিকিউরড ফিল করলে ভেন্যু পরিবর্তন করা হয়েছে। অন্যদের জন্য নিয়ম থাকলে বাংলাদেশের জন্য কেন হবে না? এখনো সময় আছে, আপনারা সিদ্ধান্ত রিভিউ করুন।

ভারতের নাম উল্লেখ না করে ডা. শফিকুর রহমান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্কের ওপর জোর দিলেও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন থাকার ঘোষণা দেন। তিনি বলেন, আমরা প্রতিবেশীদের বন্ধু হিসেবে দেখতে চাই, তাদের সঙ্গে উত্তম আচরণ চাই। কিন্তু আল্লাহর কসম, আমরা কাউকে প্রভু হিসেবে দেখতে চাই না। আমাদের প্রভু একমাত্র আল্লাহ। দেশপ্রেমের প্রশ্নে আমরা আপোসহীন।

উল্লেখ্য, রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা হয় এবং বিসিবি ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে। আইসিসি’র ভোটাভুটিতে বাংলাদেশ হেরে যাওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যায় টাইগাররা। বাংলাদেশের পরিবর্তে বর্তমানে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হয়েছে।

ক্রিফোস্পোর্টস/২৭জানুয়ারি২৬/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট