মাঠের ক্রিকেটে বল হাতে দুর্দান্ত সময় পার করলেও সময়টা বড্ড বৈরী যাচ্ছে মুস্তাফিজুর রহমানের জন্য। বিশেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) কেন্দ্র করে ভারত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যকার স্নায়ুযুদ্ধ এখন সরকার পর্যায়ে গিয়ে ঠেকেছে। তবে চারপাশের এই অস্থিরতাকে একপাশে সরিয়ে রেখে নিজের কাজেই মনোযোগ দিচ্ছেন এই ‘কাটার মাস্টার’।
বর্তমানে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন মুস্তাফিজ। পরবর্তী ম্যাচের আগে কয়েক দিনের বিরতি মেলায় বিশ্রামে রয়েছেন তিনি। আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেন ফিজ। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘নজর মাঠে, মন জয়ের দিকে’।
ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করছেন, আইপিএল থেকে বাদ পড়া বা দুদেশের বোর্ডের মধ্যকার তিক্ততা নিয়ে তিনি যে বিচলিত নন, এই পোস্ট তারই বহিঃপ্রকাশ।
যেখান থেকে বিতর্কের শুরু
আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজের। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিরাপত্তা শঙ্কার অজুহাতে মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে কেকেআর-কে নির্দেশ দেয়। ফ্র্যাঞ্চাইজিটি সেই নির্দেশ পালন করলে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া।
ক্রিকেট ছাপিয়ে সরকার পর্যায়ে উত্তেজনা
মুস্তাফিজের সাথে এমন আচরণের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং সরকারের পক্ষ থেকে কড়া অবস্থান নেওয়া হয়েছে।
বিশ্বকাপ বর্জন
নিরাপত্তা শঙ্কায় মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ভারত সফরে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত দিয়েছে বিসিবি।
সরকারি নির্দেশনা
ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকারও দেশটিতে দল না পাঠানোর পরামর্শ দিয়েছে।
সম্প্রচার বন্ধ
কড়া পদক্ষেপ হিসেবে বাংলাদেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে মাঠের বাইরে এতসব নাটকীয়তার মাঝেও মুস্তাফিজের নজর এখন ৯ জানুয়ারি রংপুর রাইডার্সের পরবর্তী ম্যাচের দিকে। বিপিএলে বল হাতে নিজের সেরাটা দিতে প্রস্তুত এই বাঁহাতি পেসার।
ক্রিফোস্পোর্টস/৬জানুয়ারি২৬/এনজি

