
হারের বৃত্ত থেকে ঘুরে দাঁড়িয়ে অবশেষে লঙ্কা সফরে হাসি ফুটেছে বাংলাদেশের মুখে। শেস টি-টোয়েন্টিতে দারুণ এক জয়ে লঙ্কার মাটিতে ইতিহাস গড়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর এই সিরিজ জয়ের পর উচ্ছ্বাসে ভাসছেন টাইগারররা।
বুধবার (১৬ জুলাই) সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ১৬.৩ ওভারে ২ উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।
লিটন দাসের নেতৃত্বে এটাই বাংলাদেশের প্রথম সিরিজ জয়। আর সেটাও বিদেশের মাটিতে। অবশ্য এর আগে গত বছরের ডিসেম্বরে তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাটিতে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ওই সিরিজে নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন।
আরও পড়ুন :
» শ্রীলঙ্কায় ইতিহাস গড়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
» ফুরিয়ে যাননি নেইমার, প্রমাণ করলেন মাইলফলক ছুঁয়ে
ইতিহাসগড়া জয়ের পর সিরিজ জয়ের ট্রফি ও দলীয় ছবি পোস্ট করেছেন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। আর ক্যাপশনে লিখেছেন আলহামদুলিল্লাহ। পোস্টটিতে দেড়লক্ষাধিক মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। কমেন্টে মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়েছেন অনেকে।
এই সিরিজের প্রথম ম্যাচের একাদশে ছিলেন না ফিজ। তবে পরের দুটি একাদশে তাকে রাখা হয়েছে। দিয়েছেন আস্থার প্রতিদান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে মাত্র ১৪ রানের বিনিময়ে তুলে নেন গুরুত্বপূর্ণ একটি উইকেট। পরের ম্যাচে ১৭ রানে শিকার করেন একটি।
ক্রিফোস্পোর্টস/১৭জুলাই২৫/এজে/এনজে
