
ইতোমধ্যে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। এখানে তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। আগামী ৫ মে থেকে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে শুরু হবে এই সিরিজ। যেখানে অংশ নিতে জাতীয় দলের একাধিক ক্রিকেটার পৌঁছেছেন সিলেটে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের আসন্ন সিরিজটি সামনে রেখে গেল সপ্তাহে প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। যেখানে নাম ছিল মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন ও মুস্তাফিজুর রহমান।
তবে শেষ মুহূর্তে এই স্কোয়াড থেকে সরিয়ে নেয়ার হয়েছে পেসার মুস্তাফিজুর রহমানের নাম। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন আরেক পেসার খালেদ আহমেদ। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
আরও পড়ুন:
» বাংলাদেশ বনাম আরব আমিরাত : টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি
» উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে এক পা দিয়ে রাখলো চেলসি
মূলত মুস্তাফিজকে বিশ্রাম দেয়ার লক্ষ্যেই নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজ থেকে তার নাম সরানো হয়েছে। কেননা চলতি মাসেই পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে বাংলাদেশের। সেখানে কোন শক্তির ফিজকে পেতে চায় বিসিবি।
এদিকে আগামী ৫ মে সিলেটে শুরু হবে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে ৭ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। আর ১০ মে শেষ ওয়ানডে সিলেটের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপরই শুরু হবে দুটি চারদিনের ম্যাচ। ১৪ মে সিলেটে এবং ২১ মে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই দুই ম্যাচ।
ক্রিফোস্পোর্টস/২মে২৫/এফএএস
