আগেই জানা গিয়েছিল চলমান আইএল টি-টোয়েন্টিতে খেলার জন্য দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তবে আসন্ন বিপিএলের আগে তাদের ছাড় দেওয়া হবে কিনা তা নিয়ে ছিল প্রশ্ন। তবে এবার বিদেশি এই খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছাড়পত্র পেয়েছেন এই দুই টাইগার ক্রিকেটার। এছাড়াও ছাড়পত্র পেয়েছেন মমিনুল হক।
বিসিবির ক্রিকেট অপারেশন্সের দায়িত্বপ্রাপ্ত শাহরিয়ার নাফীস জানিয়েছেন, মোস্তাফিজ, তাসকিন ও মোমিনুলকে ২৩ ডিসেম্বর পর্যন্ত বিদেশি লিগে খেলার ছাড়পত্র বা এনওসি দিয়েছে ক্রিকেট বোর্ড। তবে ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-২৬ আসরের আগেই নির্ধারিত সময়ে ঢাকায় ফিরতে হবে তাদের।
মুস্তাফিজ ও তাসকিন খেলবেন আরব আমিরাতে চলমান আইএল টি-টোয়েন্টি ২০২৫-২৬ আসরে। আর মমিনুল ইতোমধ্যে রওনা দিয়েছেন অস্ট্রেলিয়ায় গ্রেড ক্রিকেটে খেলার উদ্দেশ্যে। এদিকে তাদের আগেই সম্প্রতি লেগ-স্পিনার রিশাদ হোসেনও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেনসের হয়ে খেলার জন্য অনুমতি পেয়েছেন বিসিবির।
আইএল টি-২০ এর দল দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবে মুস্তাফিজুর রহমান। মূলত রিতেশ গ্রান্ধির বদলি হিসেবে এই দলে যোগ দিচ্ছেন তিনি। আর তাসকিন আহমেদ খেলবেন শারজাহ ওয়ারিয়ার্সের হয়ে। যেখানে তার সতীর্থ হিসেবে আরও থাকছেন সিকান্দার রাজা, দিনেশ কার্তিকদের মতো তারকারা। এদিকে সিডনি ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার ক্রিকেট প্রতিযোগিতায় ব্ল্যাকটাউন ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নামবেন মমিনুল।
আসন্ন বিপিএলের ১২তম আসরে সকলেই পেয়েছেন দল। তাই এই টুর্নামেন্ট শুরুর আগেই দেশে ফিরতে হবে তাদের। যেখানে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। আর ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক হতে পারেন তাসকিন। বিপিএল নিলামের শেষ দিকে মমিনুল হককে দলে নিয়েছে সিলেট টাইটানস।
ক্রিফোস্পোর্টস/৫ডিসেম্বর২৫/এফএএস