Connect with us
ক্রিকেট

সাকিবকে পেছনে ফেলে শীর্ষে মুস্তাফিজ, তালিকায় আছেন লিটনও

Shakib-Mustafiz
দেশের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জয়ের রেকর্ডে সাকিবকে ছাড়িয়ে গেছেন মুস্তাফিজ। ছবি- সংগৃহীত

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডে অনেকদিন ধরেই শীর্ষস্থান দখল করে রেখেছিলেন সাকিব আল হাসান। তবে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের হয়ে এই সংক্ষিপ্ত সংস্করণে খেলা হয়নি তার। আর এই সময়েই তাকে ছাড়িয়ে সর্বোচ্চ জয়ের রেকর্ডে শীর্ষে উঠে এলেন মুস্তাফিজুর রহমান।

গতকাল (৩১ আগস্ট) নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জয় পায় বাংলাদেশ। এই দলে ছিলেন মুস্তাফিজও। এটি ছিল তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫৩তম জয়। এতে সাকিবকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেছেন কাটার মাস্টার।

১১২তম ম্যাচ খেলেই জয়ের রেকর্ডে সাকিবকে ছাড়িয়ে গেছেন মুস্তাফিজ। ৫৩ জয়ের বিপরীতে ৫৭টি ম্যাচে হেরেছেন তিনি। অন্যদিকে সাকিব বাংলাদেশের হয়ে ১২৯ ম্যাচের মধ্যে ৫২টি জিতেছেন। আর হেরেছেন ৭৫ ম্যাচে।



এই তালিকায় মুস্তাফিজ-সাকিবদের পরেই আছেন লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহ ১৪১ ম্যাচের মধ্যে ৪৯টি ম্যাচে জয় পেয়েছেন। বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনিই। তবে লিটন তার অনেক কম ম্যাচ খেলেই সমান ৪৯টি জয় পেয়েছেন। লাল-সবুজের জার্সিতে ১০৮টি টি-টোয়েন্টি খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

এছাড়া তালিকার পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। বাংলাদেশের হয়ে ১০২ ম্যাচ খেলে ৩৭ জয় পেয়েছেন মুশফিক। অন্যদিকে তামিম ৭৪ ম্যাচ খেলে ২৩টি জয় পেয়েছেন।

সবমিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডে শীর্ষে আছেন ভারতের রোহিত শর্মা। ভারতের জার্সিতে ১৫৯ ম্যাচ খেলে ১০৯টিতে জিতেছেন এই তারকা ওপেনার। এছাড়া দ্বিতীয় স্থানে শোয়েব মালিক ৮৬টি, বিরাট কোহলি ৮২টি, হার্দিক পান্ডিয়া ৮১টি ও মোহাম্মদ নবী ৮০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জয় পেয়েছেন।

ক্রিফোস্পোর্টস/৩১আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট