Connect with us
ক্রিকেট

ডট বলের রেকর্ডে সাকিবকে ছাড়িয়ে গেলেন মুস্তাফিজ

Mustafiz surpasses Shakib in dot ball record
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ডট বলের মালিক এখন মুস্তাফিজ। ছবি- সংগৃহীত

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বলের রেকর্ডে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন মুস্তাফিজুর রহমান। লাল-সবুজের জার্সিতে এখন সবচেয়ে বেশি ডট বলের মালিক কাটার মাস্টার।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচ দিয়ে এই কীর্তি গড়েন মুস্তাফিজ। হংকংয়ের বিপক্ষে ৪ ওভার বল করে ২২ রান খরচ করেন তিনি। এর মধ্যে ডট বল ছিল ৯টি। আর তাতেই সাকিবকে ছাড়িয়ে শীর্ষে উঠে আসেন এই বাঁহাতি পেসার।



আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১১৩ ইনিংস খেলে ২ হাজার ৪৫৪ বল করেছেন মুস্তাফিজ। এর মধ্যে ১ হাজার ৭৯টি ডট বল করেছেন তিনি। অন্যদিকে সাকিব ১২৫ ইনিংসে ২ হাজার ৭২০ বল করে ডট দিয়েছেন ১ হাজার ৭৮টি।

এই তালিকায় বাংলাদেশিদের মধ্যে মুস্তাফিজ এবং সাকিবের পরেই আছেন তাসকিন আহমেদ। এখন পর্যন্ত ৭৭ ইনিংসে ১ হাজার ৬৫৯ বল করেছেন তিনি। এর মধ্যে ৭৮৬টি ডট বল করেছেন এই তারকা পেসার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সব দেশ মিলিয়ে তালিকার শীর্ষে আছেন টিম সাউদি। ১২৩ ইনিংসে ২ হাজার ৭৫৩ বল করে ১ হাজার ১৩৮টি ডট দিয়েছেন এই কিউই পেসার। এরপরেই দুই ও তিনে যথাক্রমে আছেন মুস্তাফিজ ও সাকিব।

তালিকার চারে আছেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ। ১২৩ ইনিংসে ২ হাজার ৬৮৪ বল করে ৯৬৩টি ডট দিয়েছেন এই ইংলিশ লেগস্পিনার। এ ছাড়া পাঁচে আছেন আফগান লেগস্পিনার রশিদ খান। ১০১ ইনিংসে ২ হাজার ৩১২ বল করে ৯৪৫টি ডট দিয়েছেন এই তারকা।

ক্রিফোস্পোর্টস/১১সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট