
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে নতুন রেকর্ড গড়ার অপেক্ষায় মোস্তাফিজুর রহমান। আর মাত্র ৪ উইকেট শিকার করতে পারলেই বনে যাবেন বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি।
এখন মোস্তাফিজের সামনে কেবল সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে ১২৯ ম্যাচ খেলে সাকিবের ঝুলিতে আছে ১৪৯ উইকেট, বিপরীতে ১১৬ ম্যাচের ১১৫ ইনিংসে মোস্তাফিজ এর উইকেট সংখ্যা ১৪৬। অর্থাৎ আর মাত্র চার উইকেট পেলেই সাকিবকে কাটিয়ে দেশের প্রথম ও একমাত্র বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের মালিক হবেন মোস্তাফিজ।
আজ রাতে এশিয়া কাপের সুপার ফোর পর্বে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে মোস্তাফিজের রয়েছে সমৃদ্ধ পরিসংখ্যান। লঙ্কানদের বিপক্ষে ১৬ ম্যাচে তিনি শিকার করেছেন ২০ উইকেট, যা তার ক্যারিয়ারে কোনো দেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট।
মোস্তাফিজ এর সাম্প্রতিক পারফরমেন্স আশা জাগাচ্ছে ক্রিকেট ভক্তদের। তাই ইতিহাস গড়ার জন্য আজকের ম্যাচে শ্রীলঙ্কা যেন মোস্তাফিজ এর উপযুক্ত প্রতিপক্ষ।
এবারের এশিয়া কাপে বেশ ভালো বোলিং করছেন মুস্তাফিজ। ইকোনমিক ঠিক রেখে দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট শিকার করছেন। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে ২৮ রানে ৩ উইকেট নিয়ে জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। তার আগে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে নিয়েছিলেন ১ উইকেট।
সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে মোস্তাফিজের কাছে সেরা পারফরমেন্স দেখতে চায় ক্রিকেট ভক্তরা। এই ম্যাচে মোস্তাফিজ যদি নিজের সেরাটা তুলে ধরতে পারেন তাহলে শুধু মোস্তাফিজের রেকর্ড নয় বরং বাংলাদেশ হাসবে জয়ের হাসি।
ক্রিফোস্পোর্টস/২০সেপ্টেম্বর২৫/এসএ
