বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। মাঠে নিজের কাজটা ঠিকঠাক করে যাওয়া এই বাঁহাতি পেসারকে নিয়ে এবার কথা বলেছেন তারই দলের কোচ মিকি আর্থার। মুস্তাফিজের সাম্প্রতিক পারফরম্যান্স, মানসিকতা আর তাকে কেন্দ্র করে চলমান পরিস্থিতি সব মিলিয়ে মুস্তাফিজের পাশে দাঁড়ালেন অভিজ্ঞ এই কোচ।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মুস্তাফিজের পেশাদারিত্বের কথা আগে তুলে ধরেন আর্থার। তিনি বলেন, মুস্তাফিজ রংপুরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। তার পারফরম্যান্সে কোনো ঘাটতি নেই, বরং মাঠে সে নিজের সামর্থ্যের পুরোটা উজাড় করে দিচ্ছে।
আর্থারের মতে, মুস্তাফিজকে শুধু একজন ভালো বোলার হিসেবে দেখলে তার পুরো স্পোর্টসম্যানশিপটা বুঝা যায় না। তিনি বলেন, “সে যদি বিশ্বের সেরা নাও হয়, অন্তত সেরা হওয়ার খুব কাছাকাছি। দলের জন্য কাজ করে, গুড টিম ম্যান। আর সবচেয়ে বড় কথা, সে ভীষণ বিনয়ী।”
আইপিএল থেকে মুস্তাফিজের ছিটকে যাওয়ার প্রসঙ্গও আসে সংবাদ সম্মেলনে। বিষয়টিকে হতাশাজনক বলেই দেখছেন রংপুর কোচ। আর্থারের মতে, কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে মুস্তাফিজ মানসিক ও শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত ছিল। কিন্তু শেষ পর্যন্ত যা ঘটেছে, সেটা একজন পেশাদার ক্রিকেটারের জন্য সহজ নয়। তিনি আরও বলেন, সে নিজের কাজটা করে যাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া তার মত খেলোয়াড়ের জন্য আসলেই হতাশার।
কোচ আর্থার আরও জানান, বিষয়টি নিয়ে মুস্তাফিজের সঙ্গে আলাদা করে কথা হয়েছে তার। আর্থারের মতে, মাঠের বাইরের চাপের মধ্যেও মুস্তাফিজ যেভাবে নিজেকে সামলে রাখছে, সেটাই তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে।
উল্লেখ্য, আইপিএলের মিনি নিলামে দীর্ঘক্ষণ কাড়াকাড়ির পর রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ফিজের সঙ্গে সেই চুক্তি বেশ বড় এক অর্জন হিসেবেই দেখা হচ্ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআইয়ের নির্দেশে ফিজকে ছাড়তে বাধ্য হয় কেকেআর।
এই ঘটনার পরই কড়া অবস্থান নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরানোর দাবিও জানানো হয় আইসিসির কাছে।
ক্রিফোস্পোর্টস/৮জানুয়ারি২৬/টিএ
