Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টিতে মুস্তাফিজ অন্যতম সেরা: শ্রীলঙ্কান ধারাভাষ্যকার

Fizz and parvej
মুস্তাফিজ অন্যতম সেরা। ছবি: সংগৃহীত

সাম্প্রতিক নানা ঘটনার কারণে বিশ্ব ক্রিকেটে আলোচনার কেন্দ্রে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। মাঠের বাইরে বিতর্ক থাকলেও মাঠের ভেতরে তাঁর পারফরম্যান্সে কোনো কমতি নেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে নিয়মিতই ম্যাচের শেষভাগে নিয়ন্ত্রণ ধরে রেখে দলকে জয়ের পথে নিয়ে যাচ্ছেন তিনি।

ডেথ ওভারে মুস্তাফিজের কার্যকারিতা নতুন কিছু নয়। তবে চলতি বিপিএলে সেই দক্ষতা আরও চোখে পড়ছে। ঠিক এই সময়েই মুস্তাফিজকে নিয়ে প্রশংসায় মুখর হয়েছেন সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার পারভেজ মাহারুফ। বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি মুস্তাফিজকে টি–টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা বোলার হিসেবে আখ্যা দিয়েছেন।

পারভেজ মাহারুফ বলেন, টি–টোয়েন্টি ফরম্যাটে পাওয়ারপ্লে ও ডেথ দুই জায়গাতেই মুস্তাফিজের বোলিং অসাধারণ। দীর্ঘ সময় ধরে উইকেট নেওয়ার পাশাপাশি তাঁর ইকোনমি রেটও আটের নিচে। এই দুই ধাপে নিয়মিত বল করা একজন বোলারের জন্য এমন পরিসংখ্যান বিরল বলেই মনে করেন তিনি।



আইপিএল থেকে মুস্তাফিজকে কলকাতা দল থেকে বাদ দেওয়ার ঘটনায় হতাশা প্রকাশ করেছেন এই শ্রীলঙ্কান ধারাভাষ্যকার। তাঁর মতে, ক্রিকেটের সঙ্গে রাজনীতি জড়িয়ে পড়ায় সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেললে মুস্তাফিজ নিজের সামর্থ্য প্রমাণের ভালো সুযোগ পেতেন। ভৌগোলিক দিক থেকেও কলকাতা বাংলাদেশের খুব কাছাকাছি। এই সিদ্ধান্তে ফ্র্যাঞ্চাইজি ও আইপিএল দুই পক্ষই হারিয়েছে বলে মনে করেন তিনি।

মুস্তাফিজকে সামনে পেলে কী পরামর্শ দেবেন এমন প্রশ্নে পারভেজ বলেন, এখনো তাঁর সঙ্গে কথা হয়নি। তবে সুযোগ পেলে তিনি মুস্তাফিজকে নিজের কাজেই মনোযোগ ধরে রাখার কথা বলবেন। চুপচাপ পরিশ্রম করে যাওয়াই তাঁর মতে সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে মুস্তাফিজ যে বিশ্ব ক্রিকেটেই অন্যতম কার্যকর পারফরমার, সেটাও তিনি স্পষ্ট করে উল্লেখ করেন।

বর্তমান সময়ের অন্যতম সেরা বোলার হিসেবে পরিচিত ভারতের জাসপ্রিত বুমরাহর সঙ্গে মুস্তাফিজের তুলনা নিয়েও নিজের অবস্থান জানান পারভেজ। তাঁর মতে, দুজনের বোলিং ধরণ আলাদা হওয়ায় সরাসরি তুলনা কঠিন। বুমরাহ গতি ও নিখুঁত লাইনে ভরসা রাখেন, আর মুস্তাফিজ নির্ভর করেন কাটার ও স্লোয়ারের ওপর। তবে টি–টোয়েন্টি ক্রিকেটে দুজনই শীর্ষ সারিতে থাকবেন বলে বিশ্বাস তাঁর।

মুস্তাফিজের স্লোয়ার ও কাটারকে ‘একটি শিল্প’ বলেও বর্ণনা করেন পারভেজ মাহারুফ। অভিষেকের পর থেকেই এই অস্ত্র দিয়ে ব্যাটসম্যানদের ভোগানো মুস্তাফিজ এখনো তা ধরে রেখেছেন। ব্যাটসম্যানরা জানেন কী আসতে পারে, তবু সেটি সামলাতে গিয়ে বিপদে পড়েন এটাই তাঁর বোলিংয়ের বিশেষত্ব বলে মনে করেন তিনি।

আইএলটি–টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে ভালো পারফরম্যান্সের পর বিপিএলেও দুর্দান্ত ছন্দে আছেন মুস্তাফিজ। এই ধারাবাহিক পারফরম্যান্সই তাঁকে আইপিএলে বড় দামে নিয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কেকেআরের জার্সিতে মাঠে নামা হয়নি।

ক্রিফোস্পোর্টস/৬জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট