Connect with us
ক্রিকেট

মুস্তাফিজ একা নয়, তার পাশে পুরো বাংলাদেশ: আমিনুল

Aminul
সাবেক ফুটবলার আমিনুল হক। ছবি: সংগৃহীত

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে ঘিরে দেশের ক্রীড়াঙ্গনে যে ক্ষোভ তৈরি হয়েছে, সেটিকে একেবারে যৌক্তিক বলেই মনে করছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তার অবস্থান এই ইস্যুতে মুস্তাফিজ একা নন, তার পাশে আছে পুরো বাংলাদেশ।

সোমবার বিকেলে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক।

ভারতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, দেশের মান-মর্যাদা ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই। তার মতে, “দেশের সম্মান সবার আগে। এখানে কোনো দ্বিধা থাকার কথা না।”



মুস্তাফিজ ইস্যুতে বিসিসিআই ও কলকাতা নাইট রাইডার্সের ভূমিকা নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেন আমিনুল হক। তার মতে, বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেটারের সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়।

“মুস্তাফিজ আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত নাম। আইপিএলে আগেও সে ধারাবাহিকভাবে ভালো করেছে। হঠাৎ করে ধর্মীয় অনুভূতির কথা সামনে এনে তাকে বাদ দেওয়া সম্পূর্ণ অন্যায়,” বলে মনে করেন তিনি।

এই সিদ্ধান্তকে হঠকারী ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে আমিনুল হক বলেন, বিষয়টির পেছনে পরিকল্পিত কিছু আছে বলেই তিনি মনে করেন। “এটা সাধারণ কোনো সিদ্ধান্ত না। এর পেছনে গভীর কিছু আছে। সেই জায়গাগুলো চিহ্নিত করা দরকার,”।

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বিসিসিআই ও কেকেআরের ভূমিকার তীব্র সমালোচনা করে তিনি বলেন, “একজন ক্রিকেটারকে এভাবে অপমান করা দুঃখজনক। আমরা এর প্রতিবাদ জানাই। এই ঘটনায় মুস্তাফিজের পাশে পুরো বাংলাদেশ রয়েছে।”

এ বিষয়ে তদন্তের দাবি জানিয়ে বিসিবি ও ক্রীড়া উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন আমিনুল হক। তার মতে, কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো এবং এর পেছনে কারা ছিল তা স্পষ্টভাবে জাতির সামনে আনা জরুরি।

ক্রিফোস্পোর্টস/৬জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট