অনেক অপেক্ষার পর অবশেষে সম্পন্ন হলো ২০২৬ আইপিএল এর নিলাম পর্ব। আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে কিনে নেয় ৯ কোটি ২০ লাখ রুপিতে। আইপিএলের নিলামে বড় অঙ্কে দল বদলের পর নতুন ঠিকানায় যেতে প্রস্তুত মুস্তাফিজুর রহমান নিজেও। কলকাতা নাইট রাইডার্সে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস লুকাননি এই বাঁহাতি পেসার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় নিজের অনুভূতির কথা জানিয়ে মুস্তাফিজ বলেছেন, নতুন জার্সিতে খেলতে তিনি রোমাঞ্চিত।
আইপিএল ২০২৬ কে সামনে রেখে দুবাইয়ে নিলাম শুরু হয় গতকাল বিকাল ৩ টায়। এবারের আইপিএল নিলামে।বাংলাদেশ থেকে সাতজন ক্রিকেটার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান। তবে স্বাভাবিকভাবেই অন্যদের চেয়ে মুস্তাফিজকে নিয়ে সবার আগ্রহ ছিল বেশি। নিলামের শুরুতেই মুস্তাফিজকে নিয়ে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। ২ কোটি রুপি ভিত্তি মূল্যের পেসারকে দলে নিতে লড়াইয়ে নামে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত দিল্লি ছেড়ে দিলেও লড়াই চলতে থাকে চেন্নাই ও কলকাতার মধ্যে। অবশেষে প্রতিযোগিতায় টিকে থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে টানে কলকাতা।
নিলাম শেষ হওয়ার পর পরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় কলকাতায় যোগ দেওয়ার অনুভূতি প্রকাশ করেন মুস্তাফিজ। সেখানে তিনি সকল কেকেআর ফ্যানদের উদ্দেশ্য করে বলেন, কেকেআর টিমের অংশ হতে পেরে আমি খুবই খুশি এবং আনন্দিত। পার্পল জার্সিতে খেলার স্বপ্ন দেখছেন তিনি এবং খুব শীঘ্রই সবার সঙ্গে দেখা হবে।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এটিই হবে মুস্তাফিজুর রহমানের প্রথম মৌসুম। তবে আইপিএলে অভিজ্ঞতার ঘাটতি নেই তার। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি। কলকাতা তার আইপিএল ক্যারিয়ারের ষষ্ঠ দল।
এবারের নিলামে সাতজন বাংলাদেশি ক্রিকেটারের নাম থাকলেও দল পেয়েছেন মাত্র একজন। মুস্তাফিজ ব্যতীত আর কোনো বাংলাদেশি দল পাননি আসন্ন আইপিএলে। এর মধ্যে তাসকিনের নাম ডাকলেও আগ্রহ দেখায়নি কোনো দল। বাকি পাঁচ বাংলাদেশিদের কোনো দল আগ্রহ না দেখানোতে নিলামেই ডাকা হয়নি তাদের নাম।
ক্রিফোস্পোর্টস/১৭ডিসেম্বর২৫/টিএ
