
বর্তমানে বাংলাদেশের পেস বিভাগ বেশ শক্তিশালী। টাইগার পেস বিভাগে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদদের মতো বিশ্বমানের বোলাররা আছেন। তাছাড়া নাহিদ রানার মতো তরুণ গতি তারকাও আছেন দলে। তাই প্রায় সময়ই বাংলাদেশের পেস বিভাগ নিয়ে প্রশংসা শোনা যায়। এবার টাইগার পেস বিভাগ নিয়ে প্রশংসা করেছে নেদারল্যান্ডসও।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে বাংলাদেশ সফরে এসেছে ডাচরা। তবে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। প্রথম ম্যাচেই ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ডাচরা। দ্বিতীয় ম্যাচের আগে আজ (রোববার) সংবাদ সম্মেলনে আসেন ডাচ ক্রিকেটার নোয়া ক্রোস। এ সময় বাংলাদেশের পেস বিভাগের প্রশংসা করেন এই ব্যাটার। বিশেষ করে মুস্তাফিজকে নিয়ে আলাদাভাবে প্রশংসা করেন এই ক্রিকেটার।
নোয়া বলেন, ‘বাংলাদেশের পেস বিভাগ সত্যিই অনেক ভালো। আমি দলের অনেককেই পছন্দ করি। বিশেষ করে মুস্তাফিজ আমার খুবই প্রিয় বোলার। তার বিপক্ষে এর আগেও খেলেছিলাম আমি, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। এবার বাংলাদেশে এসে মোকাবিলা করাটাই আমার জন্য বড় অভিজ্ঞতা।’
এদিকে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় নেদারল্যান্ডস। বাকি দুই ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ জয়ে আত্মবিশ্বাসী ডাচরা। নোয়া বলেন, ‘এখনো আমাদের সিরিজ জেতার সুযোগ আছে। আমরা এখনও বিশ্বাস করি যে, আমরা ভালো পারফরম্যান্স করে দেখাতে পারলে ২-১ ব্যবধানে সিরিজ না জেতার কোনো কারণও নেই। এটা অসম্ভব কিছু না।’
এছাড়া বাংলাদেশে এসে খেলার অভিজ্ঞতা জানিয়ে নোয়া বলেন, ‘এটা আমার ভিন্ন রকম অভিজ্ঞতা। ক্রিকেট নিয়ে বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাস দেখে আমি মুগ্ধ হয়েছি। এখানে দেখে সত্যিই দারুণ লাগছে । সামনে আরও দুটো ম্যাচ খেলার অপেক্ষায় আছি।’
আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
ক্রিফোস্পোর্টস/৩১আগস্ট২৫/বিটি
