Connect with us
ক্রিকেট

মুস্তাফিজ বিশ্বমানের বোলার: সোহান

Sohan and fizz
ফিজকে বিশ্বমানের বললেন সোহান। ছবি: সংগৃহীত

বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরার পেছনে মুস্তাফিজুর রহমানের অবদান কম নয়। বিশ্বের দরবারে সাকিবের পর মুস্তাফিজকেই বাংলাদেশের তারকা ক্রিকেটার হিসেবে অনেক মনে করেন। এবার সেই কথা স্বীকার করলেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহানও। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুস্তাফিজকে তিনি বিশ্বমানের খেলোয়াড় বলে মনে করেন।

গতকাল ঢাকা বনাম রংপুর হাই ভোল্টেজ ম্যাচ ছিল। কিন্তু সেই ম্যাচে ৫ রানে জয় পায় রংপুর রাইডার্স। শেষ ওভারে ১০ রান প্রয়োজন ছিল ঢাকা ক্যাপিটালসের। বোলিং এ আসেন মুস্তাফিজুর রহমান। ব্যাটিংয়ে ছিলেন হার্ড হিটার সাব্বির রহমান ও সেট ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন। কিন্তু মুস্তাফিজের দুর্দান্ত কাটার স্লোয়ারে পরাস্ত হন তারা, ওভারে ৪ রান্রর বেশি তুলতে পারেনি কেউ ই। ফলে ৫ রানের জয় পায় রংপুর।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে মুস্তাফিজের সেই মুন্সিয়ানা স্বীকারও করেছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। তিনি মুস্তাফিজকে বিশ্বমানের খেলোয়াড় আখ্যায়িত করে বলেন যে, আমাদের বিশ্বাস ছিল ১০ রান মুস্তাফিজ ডিফেন্ড করতে পারবে। অতীতেও এর আগে করেছে। যদিও এর আগের ওভারের লাস্ট বলে ছক্কা হওয়ায় মুস্তাফিজের উপর একটু প্রেসার ছিল কিন্তু সে অভিজ্ঞ ও বিশ্বমানের বোলার। আমাদের তার উপর বিশ্বাস ছিল সে পারবে।



মুস্তাফিজের বর্তমান মানসিক অবস্থা কেমন জানতে চাইলে রংপুর অধিনায়ক জানান, “সে এসব নিয়ে ভাবছে না, মুস্তাফিজ একদম বিন্দাস আছে। যদিও সে যেই মানের খেলোয়াড় সে আরও বেশি কিছু ডিজার্ভ করে, আরও আগেই করতো। হয়তো কিছুটা খারাপ লাগা থাকতেই পারে, স্বাভাবিক ব্যাপার। কেননা তার মত খেলোয়াড় আরও বড় কিছুর প্রাপ্য। তবুও মুস্তাফিজ এসব নিয়ে চিন্তিত নন সেটা আপনারা মাঠেই দেখেছেন”।

দেশের প্রতি মুস্তাফিজের ভালবাসা নিয়েও কথা বলেন সোহান। তিনি জানান, মুস্তাফিজ সবসময়ই চায় দেশের হয়ে সর্বোচ্চটা দিতে। আর এইরকম কঠিন পরিস্থিতিতে মুস্তাফিজ আরও বেশি ভালো করে।

বিশ্বকাপে বাংলাদেশের প্রস্তুতি নিয়েও কথা বলেছেন তিনি। সোহান বলেন আমরা এখন বিপিএলের মাঝপথে আছি। এখন ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেট খেলছি, তাই ফ্র‍্যাঞ্চাইজির হয়ে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করছি। সামনে বিশ্বকাপ আছে। বিপিএল থেকে আমাদের সবারই একটা ভালো প্রস্তুতি হবে।

ক্রিফোস্পোর্টস/৫জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট