Connect with us
ক্রিকেট

আইএল টি-টোয়েন্টিতে খেলতে আরব আমিরাতে মুস্তাফিজ

Mustafiz
মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

এবার আইএল টি-টোয়েন্টিতে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের। আজ (শুক্রবার) দলের সঙ্গে যোগ দিয়েছেন দলের সঙ্গে। এর আগে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাতে বৃহস্পতিবার গভীর রাতে আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন এই কাটার মাস্টার। সংযুক্ত আরব আমিরাতের মর্যাদাপূর্ণ ফ্র্যাঞ্চাইজিতে খেলার জন্য বেশ উচ্ছ্বসিত মুস্তাফিজ। 

আইপিএল, পিএসএল, এবং বিপিএলসহ বহু বৈশ্বিক আসরেই মুস্তাফিজের চাহিদা আকাশছোঁয়া। স্লোয়ার এবং কাটার ডেলিভারি ব্যাটারদের বিভ্রান্ত করার জন্য মোস্তাফিজ সুপরিচিত।

দুবাইয়ের বিমান ধরার পর মোস্তাফিজ একটি সেলফি পোস্ট করে তার ফেসবুক পাতায় অনুরাগীদের সঙ্গে নিজের উত্তেজনা ভাগ করে নিয়েছেন। তিনি লিখেছেন, ‘২০২৫ আইএল টি-টোয়েন্টি লিগ খেলতে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দিচ্ছি। দুবাই ক্যাপিটালস পরিবারের সঙ্গে যোগ দিতে আর তর সইছে না।’



আন্তর্জাতিক টি-টোয়েন্টি অঙ্গনে মোস্তাফিজ একটি বহুল পরীক্ষিত নাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ইতোমধ্যে পাঁচটি ভিন্ন ভিন্ন দলের হয়ে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন বাঁহাতি এই পেসার। ৬০ ম্যাচে তার ঝুলিতে জমা পড়েছে ৬৫ উইকেট, যেখানে তার ইকোনমি রেট ৮.১৩।

বিদেশি লিগে তার প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং কোচ শন টেইট একবার বলেছিলেন, ‘সে দলে এক অসাধারণ মাত্রা যোগ করে। ধারাবাহিকভাবে সেরা পারফর্ম করাই হলো শীর্ষ খেলোয়াড়দের বৈশিষ্ট্য, আর মোস্তাফিজ ঠিক সেটাই করে। আইপিএল থেকে শুরু করে সব ফ্র্যাঞ্চাইজিই তাকে চায়।’

উল্লেখ্য, গত মৌসুমে ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার কারণে অস্ট্রেলিয়ান ব্যাটার জেক ফ্রেজার ম্যাকগার্ক না খেলায় দিল্লি ক্যাপিটালস তাকে বিকল্প খেলোয়াড় হিসেবে দলে নিয়েছিল।

এই টুর্নামেন্টের রয়েছেন আরেক বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি খেলছেন এমআই এমিরেটসের হয়ে। তবে, সর্বশেষ গালফ জায়ান্টসের বিপক্ষে খেলার সময় তাকে একাদশে রাখা হয়নি। এদিকে, মোস্তাফিজের নতুন দল দুবাই ক্যাপিটালস টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৪ উইকেটে ডেজার্ট ভাইপার্সের কাছে হেরেছে।

ক্রিফোস্পোর্টস/৫ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট