সাকিব আল হাসানের পর তারকা ক্রিকেটার হিসেবে বাংলাদেশ থেকে সবার আগে মুস্তাফিজুর রহমানের নামই আসে।এবার আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন মুস্তাফিজুর রহমান। আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
এর আগের হালনাগাদে মুস্তাফিজ ছিলেন আট নম্বরে। নতুন তালিকায় তার রেটিং পয়েন্ট ৬৬৫। গত বছর জুড়ে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত উইকেট নেওয়ার ধারাই তাকে এগিয়ে দিয়েছে। ডেথ ওভারে নিয়ন্ত্রণ আর বৈচিত্র্যপূর্ণ কাটার এই দুই অস্ত্রেই ব্যাটারদের দুশ্চিন্তার কারণ তিনি।
সেরা দশে আরও কিছু পরিবর্তন এসেছে। সবচেয়ে বড় উন্নতি করেছেন আফগানিস্তানের মুজিব উর রহমান। পাঁচ ধাপ এগিয়ে তিনি এখন নবম। তার রেটিং পয়েন্ট ৬৫৬। পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ এক ধাপ উঠে পাঁচ নম্বরে তার পয়েন্ট ৬৯১। আর অস্ট্রেলিয়ার নাথান এলিস নয় থেকে আটে উঠে এসেছেন।
তালিকার শীর্ষ চার জনের স্থান অপরিবর্তিত। ৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে ভারতের বরুণ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে আছেন আফগানিস্তানের রশিদ খান (৭৩৭ রেটিং পয়েন্ট)। তৃতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (৭০২) এবং চতুর্থ স্থানে আছেন নিউ জিল্যান্ডের জ্যাকব ডাফি।
বাংলাদেশের পেস আক্রমণে অভিজ্ঞতার জায়গাটা এখনো মুস্তাফিজের কাঁধেই বেশি। র্যাংকিংয়ে অবস্থান ধরে রাখা এবং আরও ওপরে ওঠা দুটোই নির্ভর করবে আসন্ন সিরিজগুলোতে তার ধারাবাহিকতার ওপর। তবে আপাতত বলা যায়, আন্তর্জাতিক মঞ্চে তিনি এখনও বোলারদের আতংকের আরেক নাম।
সম্প্রতি মুস্তাফিজুর রহমানকে নিয়ে আলোচনার ঝড় বইছে চতুর্দিকে। আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ ৯ কোটি ২০ লাখে কিনে নিয়েছিল। কিন্তু হিন্দুত্ববাদী উগ্র সংগঠনের চাপে তাকে বাদ দিয়ে দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আইপিএল এর সব সম্প্রচার বন্ধ করে দেয় পাশাপাশি ভারতে অনুষ্ঠেয় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করে। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পায় স্কটল্যান্ড।
ক্রিফোস্পোর্টস/২৮জানুয়ারি২৬/টিএ
