আইপিএলের আসন্ন মিনি অকশনকে সামনে রেখে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) খেলোয়াড়দের আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই পরিচিত নাম পোস্টার বয় সাকিব আল হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে ভিত্তিমূল্যের ক্ষেত্রে দুজনের দাম একদম আলাদা।
সাকিবের ভিত্তিমূল্য রাখা হয়েছে ১ কোটি রুপি, যা তাঁর সাম্প্রতিক বয়স, অভিজ্ঞতা ও দীর্ঘ আইপিএল ক্যারিয়ারের সঙ্গে অনেকটাই মানানসই। অন্যদিকে মুস্তাফিজকে রাখা হয়েছে বিদেশি ক্রিকেটারদের তালিকায় সর্বোচ্চ ক্যাটাগরিতে। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। এই স্তরে থাকা ৪৩ জন বিদেশি ক্রিকেটারদের মধ্যে একজন তিনি।
এদিকে ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে এবারের আইপিএলের মিনি অকশন। ১৩৫৫ ক্রিকেটারের নাম উঠবে আইপিএলের এই মিনি নিলামে। দীর্ঘ ১৩ পৃষ্ঠার তালিকায় জায়গা হয়েছে বড় বড় কিছু নামধারী ক্রিকেটারের। ইংল্যান্ড থেকে আছে জেমি স্মিথ, বেয়ারস্টো; নিউজিল্যান্ড থেকে রাচিন রবীন্দ্র; শ্রীলঙ্কা থেকে হাসারাঙ্গা ও পাথিরানা। অস্ট্রেলিয়ার ক্যাম গ্রিন, স্টিভ স্মিথ, জশ ইংলিসরাও রয়েছেন একই ক্যাটাগরিতে।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে উচ্চ ভিত্তিমূল্যের তালিকায় আছে রবি বিষ্ণয়, ভেঙ্কটেশ আইয়ার, কেএস ভরত, মায়াঙ্ক আগারওয়াল ও আকাশ দীপ। বিদেশি ক্যাটাগরির শীর্ষস্তরে মুস্তাফিজের সঙ্গী হয়েছেন মুজিব উর রহমান, নবীন–উল–হক, শন অ্যাবট, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, আনরিখ নর্কিয়ে, লুঙ্গি এনগিডি ও আরও অনেকে।
এবারের আইপিএলে ১৪টি দেশের ক্রিকেটার নাম লিখিয়েছেন নিলামে। তবে সবচেয়ে আকর্ষণ হচ্ছে মালয়েশিয়ার অলরাউন্ডার বিরানদীপ সিংও আছেন সেই তালিকায়, যার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি।
প্রসঙ্গত, আইপিএলের এই মিনি অকশন প্রতিবারই দলগুলোকে নতুনভাবে সাজানোর সুযোগ দেয়। এবারও সেই সুযোগ থাকছে। সাকিব-মুস্তাফিজ থাকায় স্বাভাবিকভাবেই বাংলাদেশিদের এখন নজর থাকবে ১৬ ডিসেম্বরের নিলামের দিকে। কোন দলে যায় সাকিব, আর কোন ফ্র্যাঞ্চাইজি ২ কোটি ভিত্তিমূল্যের মুস্তাফিজকে দলে টানে সেটাই বাংলার ক্রিকেট প্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে।
ক্রিফোস্পোর্টস/২ডিসেম্বর২৫/টিএ