আইপিএল নিলামে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে ফিজকে দলে ভেড়ানোর পর তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের আলোচিত ও বিতর্কিত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ময়ূখ রঞ্জন ঘোষ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ বক্তব্যে এই কথা জানান তিনি।
ময়ূখ রঞ্জনের হিসাব অনুযায়ী, ভারতীয় মুদ্রায় ৯ কোটি ২০ লাখ রুপি বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১২ কোটি টাকার সমান। তাঁর বক্তব্য, আইপিএলের মতো একটি টুর্নামেন্টে এই বিপুল অঙ্কের অর্থ বাংলাদেশে পাঠানো হচ্ছে এমন এক সময়ে যখন বাংলাদেশে ভারতের বিরুদ্ধে জনমত ও বক্তব্য ক্রমান্বয়ে তীব্র হচ্ছে।
এই প্রসঙ্গে তিনি সাম্প্রতিক এক বাংলাদেশি নাগরিক দীপু দাসের পরিবারের প্রসঙ্গ টেনে বলেন, “যদি ৯ কোটি টাকা পাঠানোর সামর্থ্য থাকে, তাহলে সেই অর্থ সরাসরি দিপু দাসের পরিবারের কাছেও পাঠানো যেতে পারে।”
মুস্তাফিজুর রহমানের ব্যক্তিগত অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন ময়ূখ রঞ্জন। তাঁর মতে, ক্রিকেট ও রাষ্ট্র আলাদা হলেও জাতীয় স্বার্থ পুরোপুরি উপেক্ষা করা যায় না। তিনি লেখেন, ভারত যদি শুধু বাংলাদেশি খেলোয়াড় ও শিল্পীদের আয়ের ক্ষেত্র হয়ে ওঠে, অথচ তাঁদের অবস্থান বা বক্তব্যে ভারতের প্রতি বিরোধিতা প্রতিফলিত হয়, তাহলে ভারতীয় দর্শক ও ফ্র্যাঞ্চাইজিগুলোর সেই অর্থ ব্যয় নিয়ে ভাবা উচিত।
এই বিতর্কের মধ্যেই তিনি তুলনা টানেন ভারতের ত্রিপুরার ক্রিকেটার মণিশঙ্কর মুরাসিংহের সঙ্গে। আইপিএল নিলামে ৩০ লাখ রুপি বেস প্রাইস থাকা সত্ত্বেও কোনো দল তাঁকে না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ময়ূখ রঞ্জন। তিনি বলেন, “প্রয়োজনে আমরা সবাই মিলে টাকা তুলব, কিন্তু আমাদের দেশের একজন খেলোয়াড় অবিক্রীত থাকবে, সেটা মেনে নেওয়া কঠিন।”
ময়ূখ প্রশ্ন রাখেন, “যারা আমাদের পতাকাকে অবমাননা করছে, তাদের দেশে কেন কোটি কোটি টাকা যাবে? পয়সা কি কলকাতার গাছে ফলে?”
আইপিএল নিলাম ঘিরে এমন বক্তব্য নতুন নয়। তবে মুস্তাফিজুর রহমানের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত একজন ক্রিকেটারকে ঘিরে এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক তৈরি করেছে। বিষয়টি নিয়ে এখনো আইপিএল ফ্র্যাঞ্চাইজি বা মুস্তাফিজুর রহমানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, এর আগেও মুস্তাফিজকে কলকাতা ৯.২০ কোটিতে কেনায় ক্ষোভ প্রকাশ করেন ত্রিপুরার রাজপুত্র ও তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মা।
ক্রিফোস্পোর্টস/২৩ডিসেম্বর২৫/টিএ
