
বাংলাদেশ দলে এক ভরসার নাম মুস্তাফিজুর রহমান। টাইগারদের বোলিং তার গুরুত্ব কতটুকু সেটা আগেও প্রমাণ করেছেন বহুবার। বিশেষ করে বর্তমানে টি-টোয়েন্টিতে কোনো সন্দেহ ছাড়াই বাংলাদেশের সেরা বোলার কাটার মাস্টার। এবার তাকে নিয়ে সামনে এল এক দারুণ তথ্য। ২০২৫ সালে মুস্তাফিজকে ছাড়া কোনো টি-টোয়েন্টিতে জয় পায়নি টাইগাররা!
চলতি বছর চারটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে দুটি সিরিজে জয় পেয়েছে টাইগাররা। সবমিলিয়ে ১২ ম্যাচের মধ্যে বাংলাদেশ জয়ে পেয়েছে ৫ টি এবং বাকি ৭ ম্যাচে হেরেছে। তবে হেরে যাওয়া এই ৭ ম্যাচে ছিলেন না মুস্তাফিজ। তবে জয় পাওয়া ৫টি ম্যাচেই খেলেছেন কাটার মাস্টার।
শুরুটা হয়েছিল মে মাসে আরব আমিরাত সিরিজ দিয়ে। এই সফরের প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন কাটার মাস্টার। তবে প্রথম ম্যাচ খেলেই আইপিএল খেলতে ভারতে পাড়ি জমান মুস্তাফিজ। যে কারণে সিরিজের বাকি দুই ম্যাচে খেলতে পারেনি তিনি। আর বাকি দুটো ম্যাচেই হেরে সিরিজ হেরেছিল টাইগাররা।
আরও পড়ুন:
» লিটনদের কাছে হেরে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে পাকিস্তান, ফিরলেন শাহীন
» এশিয়া কাপের প্রস্তুতির জন্য আরেকটি সিরিজ খেলতে চান লিটনরা
এরপর মে-জুনে পাকিস্তান সফরে ইনজুরির কারণে খেলতে পারেননি মুস্তাফিজ। সেই সিরিজের সবগুলো ম্যাচেই হেরেছে টাইগাররা। এরপর শ্রীলঙ্কা সফরের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এই সিরিজের প্রথম ম্যাচে ছিলেন না মুস্তাফিজ। প্রথম ম্যাচটি হেরে গিয়েছিল টাইগাররা। তবে পরেই দুটো ম্যাচেই ছিলেন কাটার মাস্টার এবং দুটোতেই জয় নিয়ে সিরিজ জিতেছিল লিটনরা।
ঘরের মাঠে সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে দাপুটে জয় পায় বাংলাদেশ। এই দুটো ম্যাচেই ছিলেন মুস্তাফিজ। তবে শেষ ম্যাচে তাকে রাখা হয়নি একাদশে। আর এই ম্যাচটিই জিতে নিয়েছে পাকিস্তান। যার ফলে ২-১ ব্যবধানের সিরিজ জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে স্বাগতিকদের।
সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে ২০২৫ এশিয়া কাপ। এবারের টুর্নামেন্টটি আয়োজিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আসন্ন এই টুর্নামেন্টে টাইগার বোলিং বিভাগে মুস্তাফিজ ভেলকি দেখার অপেক্ষায় দেশের সমর্থকেরা।
ক্রিফোস্পোর্টস/২৫জুলাই২৫/বিটি
