Connect with us
ক্রিকেট

মাশরাফি বিন মর্তুজার রেকর্ড ভাঙলেন মুস্তাফিজ, নতুন ইতিহাস ক্রিকেটে

Mash and Fizz
মাশরাফির রেকর্ড ভাঙলেন মুস্তাফিজ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি মাশরাফি বিন মর্তুজার দীর্ঘদিনের গড়া রেকর্ড ভেঙে গেছে। কে ভেঙে দিলেন সেই রেকর্ড? মাশরাফির রেকর্ড ভেঙেছেন তারই একসময়কার সতীর্থ কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স তাকে ৯ কোটি ২০ লাখে দলে ভিড়িয়েছে। এর ফলে মাশরাফির রেকর্ড ভেঙে ইতিহাসে নতুন করে নাম লেখালেন মুস্তাফিজ। 

বাংলাদেশ ক্রিকেটে আইপিএল নিলাম মানেই একসময় মাশরাফি বিন মর্তুজার নাম। বলিউড তারকাদের টানাটানিতে গড়া সেই রেকর্ড এতদিন অক্ষতই ছিল। অবশেষে মাশরাফির রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

আইপিএলের এবারের নিলামে মুস্তাফিজকে দলে নিতে রীতিমতো লড়াইয়ে নামে তিন ফ্র্যাঞ্চাইজি। প্রথম আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। পরে চেন্নাই সুপার কিংস যোগ দিলে দাম আরও বাড়তে থাকে। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি এই বাঁহাতি পেসারকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স।



মুস্তাফিজের এই দামের মধ্য দিয়েই ভেঙে গেছে মাশরাফি বিন মর্তুজার দীর্ঘদিনের রেকর্ড। আইপিএলের এক নিলামে বাংলাদেশের কোনো ক্রিকেটার এর আগে এত দামে বিক্রি হননি। মাশরাফির রেকর্ড গড়া সেই নিলাম আজও আলোচিত। তখন কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের মালিকানা থাকা প্রীতি জিন্তা ও জুহি চাওলার লড়াই সংবাদমাধ্যমে পরিচিত হয়ে উঠেছিল ‘ব্যাটল অব বলিউড’ নামে। সেই প্রতিযোগিতায় ৬ লাখ ডলারে বিক্রি হয়ে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হয়েছিলেন মাশরাফি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি টাকার কাছাকাছি।

এরপর বহু বাংলাদেশি ক্রিকেটার আইপিএলে খেলেছেন। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাসসহ অনেকেই বিভিন্ন দলে সুযোগ পেয়েছেন। তবে এতদিন কেউই মাশরাফির সেই রেকর্ড স্পর্শ করতে পারেননি। এবারের নিলামেই সেই অধ্যায়ের ইতি টানলেন মুস্তাফিজ। এর মধ্য দিয়ে রেকর্ডবুকে নতুন করে নিজের নাম লেখালেন তিনি।

প্রসঙ্গত, কলকাতার জার্সিতে এটিই হবে মুস্তাফিজের নতুন ঠিকানা। এর আগে তিনি চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে খেলেছেন। এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে কলকাতার হয়ে মাঠ মাতাবেন তিনি ।

ক্রিফোস্পোর্টস/১৭ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট