Connect with us
ক্রিকেট

সাউদিকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন ‘ডট মাস্টার’ মুস্তাফিজ

Mustafiz becomes the new 'dot master' in international T20s, surpassing Southee
মুস্তাফিজুর রহমান। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ডে কিউই তারকা টিম সাউদিকে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছেন কাটার মাস্টার। শনিবার (৩ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এই কীর্তি গড়েন মুস্তাফিজ। 

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে মুস্তাফিজুর রহমানের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডট ছিল ১১৩৫টি। আর শীর্ষে থাকা টিম সাউদির ডট ১১৩৮টি। এই কিউই পেসারকে ছাড়িয়ে শীর্ষে উঠতে ফিজের দরকার ছিল চারটি ডট।

যদিও এই ম্যাচে শুরুর দুই ওভারে স্বভাবসুলভ বোলিং করতে পারেননি মুস্তাফিজ। তবে দ্বিতীয় ওভারে তৃতীয় ডট বল করে ছুঁয়ে ফেলেন সাউদিকে। ইনিংসের ১৬তম ওভারে নিজের করা দ্বিতীয় স্পেলের পঞ্চম বলে ১১৩৮তম ডট বলটি করে সাউদিকে স্পর্শ করেন তিনি। এরপর ১৮তম ওভারের দ্বিতীয় বলে ডট বল দিয়ে সাউদিকে ছাড়িয়ে শীর্ষে উঠে যান এই পেসার।



সব মিলিয়ে চার ওভারে ৭টি ডট বল করেন মুস্তাফিজ। ১২০ ইনিংসে ২৬১৬ বল করে ডট দিয়েছেন ১১৪২টি। আর দুইয়ে নেমে যাওয়া সাউদি ১২৩ ইনিংসে ২৭৫৩ বল করে ১১৩৮টি ডট দিয়েছেন।

গত এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে সাকিবকে ছাড়িয়ে দুই নম্বরে উঠে এসেছিলেন মুস্তাফিজ। দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের মধ্যে শীর্ষস্থান ধরেন রেখেছিলেন সাকিব। সবমিলিয়ে বর্তমানে তিনি অবস্থান করছেন তিন নম্বরে। সাকিব ১২৫ ইনিংসে ২৭২০ বল করে ডট দিয়েছেন ১০৭৮টি। এর বাইরে আর কোনো বোলার এখন পর্যন্ত ১ হাজার ডট বলের মাইলফলক স্পর্শ করতে পারেননি।

এই তালিকায় বাংলাদেশিদের মধ্যে মুস্তাফিজ এবং সাকিবের পরেই আছেন তাসকিন আহমেদ। এখন পর্যন্ত ৮১ ইনিংসে ১৭৫৫ বল করেছেন তিনি। এর মধ্যে ৮৩৮টি ডট বল করেছেন এই তারকা পেসার।

ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট