জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সেঞ্চুরির দেখা পেলেন সিলেট বিভাগের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ঢাকা বিভাগের বিপক্ষে তৃতীয় দিনের খেলা শেষে ৯৩ রানে অপরাজিত ছিলেন তিনি। আজ সকালে ব্যাট হাতে নেমেই নিজের শতক পূর্ণ করলেন।
সেঞ্চুরি করার পর মুশফিকের উদযাপন ছিল চোখে পড়ার মতো। বোলার এনামুল হকের বলে বাউন্ডারি হাঁকিয়ে সঙ্গে সঙ্গে মুষ্টিবদ্ধ হাতে উদযাপন করেন তিনি। তারপর আক্রমণাত্মক ভঙ্গিতে তাকিয়ে থাকেন বোলারদের দিকে। এমন আগ্রাসী ভঙ্গিতে মুশফিককে আগেও দেখা গেছে, তবে জাতীয় লিগে এমন দৃশ্য এবারই প্রথম।
আসন্ন আয়ারল্যান্ড সিরিজে সব ঠিক থাকলে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টের মাইলফলক স্পর্শ করবেন মুশফিক। তার আগে ঘরোয়া ক্রিকেটেই নিজের প্রস্তুতি দারুণভাবে সারছেন এই অভিজ্ঞ ব্যাটার।
তৃতীয় দিন শেষে সিলেটের সংগ্রহ ছিল ৭ উইকেটে ২৬০ রান। ঢাকা বিভাগের ৩১০ রানের জবাবে তারা পিছিয়ে ছিল ৫০ রানে। আজ সকালে খেলা শুরুর পরপরই চাপে পড়ে যায় সিলেট। দিনের দ্বিতীয় ওভারেই আউট হন এবাদত হোসেন। এরপর এক ওভার পরই সাজঘরে ফেরেন খালেদ আহমেদ।
চাপের মধ্যেও দারুণ ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন মুশফিক। তার সেঞ্চুরি ইনিংস সিলেটকে লিড এনে দিতে বড় ভূমিকা রাখে। জাতীয় দলের এই নির্ভরযোগ্য ব্যাটারের এমন পারফরম্যান্স আসন্ন আন্তর্জাতিক সিরিজের আগেই আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এমনটাই মনে করেন সবাই। সবার প্রত্যাশা শেষটা যেন রাঙিয়ে যেতে পারেন তিনি।
উল্লেখ্য, মুশফিকুর রহিম বাংলাদেশের জার্সিতে টেস্টে ৯৮টি ম্যাচ খেলেছেন। যদিও এর আগে তিনি টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। তবে টেস্ট খেলা চালিয়ে গেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন আয়ারল্যান্ড সিরিজে নতুন এক মাইলফলক স্পর্শ করবেন তিনি। বাংলাদেশের হয়ে প্রথম ব্যাটার হিসেবে শততম টেস্ট খেলবেন তিনি। এর আগে আর কোনো বাংলাদেশি ব্যাটার শততম টেস্ট এর মাইলফলক-এ পৌঁছাতে পারেননি।
ক্রিফোস্পোর্টস/৪নভেম্বর২৫/টিএ